ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র জাহাজে ইসরায়েলি নৌবাহিনীর হামলা এবং অধিকারকর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)।
ইউটিএফের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম-সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষকের স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়।
ইউটিএফ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, "ইসরায়েলি বাহিনী কর্তৃক মানবিক ত্রাণবাহী বেসামরিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ গাজায় প্রবেশে বাধা দেওয়া বিশ্বমানবতার বিরুদ্ধে স্পষ্টত যুদ্ধ ঘোষণার শামিল এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।" তাঁরা অবিলম্বে এই ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানান।
সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে পরিচালিত 'দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর, যা গাজার ওপর থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে সমুদ্রপথে বিশ্ব সম্প্রদায়ের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে।
ফ্লোটিলাটি ২০২৫ সালের আগস্টের শেষের দিকে গাজা অভিমুখে তার যাত্রা শুরু করে। ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরুর পর তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। বর্তমানে ৫০টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই বহরে ৪৪টি দেশের ৫০০-এর বেশি মানুষ রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম-সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।
এই মানবিক অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। ইউটিএফ নেতৃবৃন্দ বলেন, গাজাবাসীকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষার এই নৌবহরে তাঁর অংশগ্রহণ পুরো বাংলাদেশের শান্তিকামী মানুষের প্রতিনিধিত্ব করছে এবং গাজাবাসীর পাশে বাংলাদেশের থাকার প্রত্যয়কে তুলে ধরছে।
ইউটিএফ নেতৃবৃন্দ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজকে অবাধে গাজায় প্রবেশাধিকার দেওয়া, আটক অধিকারকর্মীদের মুক্তি, এবং ফিলিস্তিনের স্বাধীনতা কার্যকর ও সুনিশ্চিত করার জন্য চিরতরে আগ্রাসন বন্ধ করার দাবি জানান। তাঁরা জাতিসংঘ-সহ বিশ্ব সম্প্রদায়কে অতি শীঘ্রই দায়িত্বশীল ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান।
(বিবৃতিকারী শিক্ষকগণের তালিকা: অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. কাজী মো: বরকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো: শামসুজোহা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. আবু খায়ের মোকতাদিউল বারী চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো. সোহাইবুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মো: কবীর উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ড. এএফজি মাসুদ রেজা, জাতীয় বিশ্ববিদ্যালয়; শেখ মো: রোকনুল ইসলাম, ডুয়েট; অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সাঈদ বিন কামাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ ফায়সাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো: মমতাজুর রহমান, আইইউবিএটি; ড. মো: মনজুর হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি; শাহ্ মো: তানভীর সিদ্দিকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ড. মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. মোঃ শামিম মন্ডল, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; মো: আলমগীর কবীর রাজ্জাকী, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ; কাউছার আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়; রাশেদ মাহমুদ, পিএইচডি গবেষক, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি; মোঃ লিমন হোসেন, গণ বিশ্ববিদ্যালয়; মাহবুব আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়; ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরা বিশ্ববিদ্যালয়; ড. শামীম হামিদী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; আসাদুজ্জামান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; আব্দুল বশির, উত্তরা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ রবিউল ইসলাম, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; অধ্যাপক ড. মো: আব্দুল্লাহহিল বাকী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার, নিপসম; মো: জামিউল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; মোঃ জিল্লাল হোসাইন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; ড. ইকবাল সরোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ড. মুহাম্মদ শামসুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; মো: ইউসুফ আলী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; দিদার মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; মোহাম্মদ সোহাইব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোঃ মোমিনুর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মিসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; পীযুষ কুমার সরকার, উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা।)
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh