ক্যারিয়ারে অনেকবার চোটে পড়েছেন নেইমার। দৃঢ় মনোবলে প্রতিবার ঘুরে দাঁড়িয়ে ফিরেছেন মাঠে। কিন্তু এবার নাকি চোটের সঙ্গে লড়াইয়ে ক্লান্তি-বিষণ্ণতা চেপে ধরছে তাকে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড বললেন, হাল ছেড়ে দেওয়ার কথাও তার ভাবনায় দিয়েছিল উঁকি।
প্রায় একবছর ধরে মাঠের বাইরে আছেন নেইমার। গত বছরের অক্টোবরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে আঘাত পান নেইমার। কাঁদতে কাঁদতে সেদিন স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন তিনি।
এরপর জানা যায়, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। করাতে হয় অস্ত্রোপচার। সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে তার এখনও।
সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন ৩২ বছর নেইমার। কঠিন সময়ের কথা তুলে ধরেছেন ইনস্টাগ্রাম পোস্টে।
“এই চোটে পড়ার পর এমন অনেক দিন এসেছে, যখন খুব কঠিন সময় কেঠেছে। এমন কিছু দিন, যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছি। এই সব কিছুর মধ্য দিয়ে যাওয়া কঠিন।”
“কিন্তু এখানে (আমার মধ্যে) এমন একজন যোদ্ধা আছে, আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত যে থামবে না! সৃষ্টিকর্তাই আমার শক্তি ও আশ্রয়। আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাব।”
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অগাস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন। তবে পেশির চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পাঁচ ম্যাচে গোল তার গোল একটি, অ্যাসিস্ট ৫টি।
গত জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায়ও ব্রাজিলের হয়ে খেলতে পারেননি নেইমার। তবে সতীর্থদের খেলা দেখেন তিনি গ্যালারিতে বসে।
নেইমারকে নিয়ে সম্প্রতি আশার বানী শুনিয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ জর্জে জেসুস। আগামী সেপ্টেম্বরে নেইমারকে মাঠে দেখতে আশাবাদী তিনি।