× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোপা আমেরিকা

কোপা আমেরিকার সেরা একাদশে মেসির সঙ্গে আর্জেন্টিনার আরও ৪ জন

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৪, ০৯:১৯ এএম । আপডেটঃ ০১ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম

সবশেষ কোপা আমেরিকায় ব্যক্তিগতভাবে খুব একটা ভালো করতে পারেননি লিওনেল মেসি। তবে ঠিকই টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। শিরোপা জয়ী আর্জেন্টিনা দল থেকে একাদশে আছেন আরও চার ফুটবলার।

টুর্নামেন্ট শেষ হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর বুধবার সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। দ্বিতীয় সর্বোচ্চ দুজন ফুটবলার জায়গা পেয়েছেন রানার্সআপ কলম্বিয়া থেকে।

গত ১৪ জুলাইয়ের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। অ্যাঙ্কেলের চোটে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় মেসিকে। আসরে পাঁচ ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

৪-৩-৩ ফর্মেশনের এই একাদশে আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন তার সতীর্থ ও ফাইনালের একমাত্র গোলদাতা লাউতারো মার্তিনেস। ৫ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

আক্রমণভাগের অন্যজন হলেন রাফিনিয়া। কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল দল থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে জায়গা পেয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া কলম্বিয়ার হামেস রদ্রিগেসের সঙ্গে মিডফিল্ডে আছেন উরুগুয়ের মানুয়েল উগার্ত ও আর্জেন্টিনার রদ্রিগো দে পল।

একাদশের চার ডিফেন্ডার হলেন কানাডার অ্যালিস্টার জনস্টন, কলম্বিয়ার দাভিনসন সানচেস, আর্জেন্টিনার ক্রিস্তিয়ান রোমেরো ও একুয়েডরের পিয়েরো হিনকাপি।

একাদশের গোলরক্ষক অনুমিতভাবেই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। দলের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। আসরে মাত্র একটি গোল হজম করে লিওনেল স্কালোনির দল। কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি সেভও করেন মার্তিনেস।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), দাভিনসন সানচেস (কলম্বিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপি (একুয়েডর), হামেস রদ্রিগেস (কলম্বিয়া), মানুয়েল উগার্ত (উরুগুয়ে), রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লাউতারো মার্তিনেস (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.