অলিম্পিক ইভেন্টে সোনা জয়ই যেকোনো দেশ বা খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ অর্জন। তবে কখনো কখনো ব্রোঞ্জও হয়ে ওঠে মাইলফলক। আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টের মাধ্যমে এমনই এক মাইলফলক ছুঁয়েছে কাজাখস্তান। প্যারিস অলিম্পিকের প্রথম পদক জিতেছে মধ্য এশিয়ার দেশটি। একই ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম সোনা জিতেছে চীন।
২৪ জুলাই ফুটবল ও রাগবি দিয়ে মাঠের প্রতিযোগিতা আর ২৬ জুলাই প্যারিসের সিন নদী ঘিরে আলোঝলমল আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজই ছিল পদক-লড়াইয়ের প্রথম দিন। প্যারিসের স্যাতোরু শুটিং কমপ্লেক্সে প্রথম পদক জয়ের লড়াইয়ে কাজাখস্তানের প্রতিপক্ষ ছিল জার্মানি।
১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতের এই লড়াইয়ে কাজাখস্তানের আলেক্সান্দ্রা লি-ইসলাম সাতপায়েভ জুটি ১৭-৫ স্কোরে হারান জার্মানির অ্যানা ইয়ানসেন-মাসিমিলিয়ান উব্রিখ জুটিকে। এরপর সোনার পদকের লড়াইয়ে চীনের হুয়াং ইউতিং-শেং লিহাও জুটির মুখোমুখি হন দক্ষিণ কোরিয়ান কিং জি-হিয়ং ও পার্ক হা-উন।
চীন প্রথম ১১ শটেই ১৪-৮ ব্যবধানেই এগিয়ে যায়। শেষ দিকে দক্ষিণ কোরিয়া কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ১৬-১২ ব্যবধানে জিতেই সোনা নিশ্চিত করে চীন। ইউতিং-লিহাওয়ের মাধ্যমে অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দ্বৈতের সোনা চীনের হাতেই থাকল। টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিল চীন।
এবারের অলিম্পিকে শুটিং হচ্ছে আইফেল টাওয়ার থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। আবদ্ধ জায়গায় হওয়া শুটিং নির্ঝঞ্ঝাটে শেষ হলেও প্যারিসে বৃষ্টির কারণে কয়েকটি ইভেন্টের সূচি এলোমেলো হয়েছে। এর মধ্যে ছেলেদের স্ট্রিট স্কেটবোর্ডিং প্রতিযোগিতা বৃষ্টির কারণে সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোলা গারোতে টেনিসের প্রথম রাউন্ডের খেলাও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
মজার বিষয় হচ্ছে, আগের সন্ধ্যায় সিন নদী ঘিরে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন ভিন্নমাত্রা পেয়েছিল এই বৃষ্টির কারণেই। অতিথি ও উপস্থিত দর্শকদের রেইনকোট গায়ে চাপাতে হলেও বৃষ্টির মধ্যে জিনেদিন জিদান-রাফায়েল নাদালের হাতে প্রজ্বলিত অলিম্পিক মশাল এবং বোট ও বার্জে করে অংশগ্রহণকারী দলগুলোর আকর্ষণীয় মার্চপাস্ট পুরো অনুষ্ঠানকে উপভোগ্য এক আয়োজন করে তোলে।
বিষয় : ২০২৪ প্যারিস অলিম্পিক শুটিং
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh