× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘এটিই কি শেষ ফাইনাল’ প্রশ্নে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০২৪, ১৬:২৯ পিএম । আপডেটঃ ১৩ জুলাই ২০২৪, ১৬:৩০ পিএম

আর্জেন্টিনার অনুশীলনে চনমনে লিওনেল মেসি। মায়ামির ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে—এএফপি

আনহেল দি মারিয়ার জন্য এটিই শেষ ফাইনাল। ৩৬ বছর বয়সী এই উইঙ্গার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, কোপা আমেরিকাই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালই তাই দি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। কিন্তু লিওনেল মেসি?

বয়সে দি মারিয়ার চেয়ে আট মাসের বড়। বয়সভিত্তিক ফুটবল থেকেই দুজনে একসঙ্গে খেলে এসেছেন এত দিন। কোপা আমেরিকার পর পরবর্তী বড় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ বাকি এখনো দুই বছর। তত দিন খেলা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা মেসি নিজেই দেন না। তবে কি এটিই তাঁর শেষ ফাইনাল?

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন, খেলাটা উপভোগ করতে চান তিনি। এবার কোপা আমেরিকা ফাইনালের আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারেও ‘শেষ ফাইনাল কি না’ প্রশ্নে দিয়েছেন একই ধরনের জবাব, ‘এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মন্ত্র নিয়ে আছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি। জাতীয় দলের সঙ্গে আমার দুর্দান্ত সময় কেটেছে, আবার খারাপ সময়ও কেটেছে। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।’


এবারের কোপা আমেরিকায় মেসিকে তাঁর চেনা রূপে পাওয়া যায়নি। এখন পর্যন্ত একটিই গোল, সেটি সেমিফাইনালে। এ ক্ষেত্রে চোটের ভূমিকা আছে বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক। তবে আরেকটি ট্রফির জন্য বেশি ভেবে নিজের ওপর চাপ বাড়াতে চান না তিনি, ‘এই কোপা ভালোই যাচ্ছে, যদিও চোটের কারণে আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছে। যেভাবে প্রত্যাশা করেছিলাম বা চেয়েছিলাম, সেটা হয়ে ওঠেনি। এখন আরেকটা ফাইনাল খেলার সুযোগ এসেছে। এটা উপভোগ করতে চাই, জেতার জন্য নিজের সবটুকু দেওয়ারও চেষ্টা থাকবে।’

টানা দ্বিতীয় কোপা জয়ের জন্য আর্জেন্টিনা কলম্বিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.