× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকে যাচ্ছেন পাঁচ অ্যাথলেট

ন্যাশনাল ট্রিবিউন স্পোর্টস প্রতিবেদক

০২ জুলাই ২০২৪, ১১:৪১ এএম । আপডেটঃ ০২ জুলাই ২০২৪, ১১:৪২ এএম

অলিম্পিক গেমসে এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত হয়েছে পাঁচ বাংলাদেশি অ্যাথলেটের। চারটি ইভেন্টে মোট পাঁচজন খেলবেন এ বছরের অলিম্পিকে। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের এবারের আসর বসবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

পাঁচজনের মধ্যে দুজন আছেন সাঁতার থেকে। দুই সাঁতারু সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার লড়বেন মর্যাদার এই লড়াইয়ে। সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন। সোনিয়া পুলে নামবেন ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে। এছাড়া—ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্প্রিন্টার ইমরানুর রহমান, শ্যুটিংয়ে রবিউল ইসলাম ও আর্চারি থেকে সুযোগ পেয়েছেন সাগর ইসলাম।

এদের মধ্যে কেবল সাগরই খেলবেন সরাসরি। তিনি বাছাইপর্ব পার করেছেন। বাকিরা সুযোগ পেয়েছেন ওয়াইল্ডকার্ডের মাধ্যমে। এই পাঁচজনের অলিম্পিকে জায়গা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের আজ মঙ্গলবার (২ জুলাই) নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।

সাংবাদিকদের সাইফ বলেন, ‘বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পাঁচজন সুযোগ পেয়েছেন। সাঁতার থেকে আছেন দুজন। আমরা সাঁতার থেকে চারজনের নাম পাঠিয়েছিলাম। গতকাল রাতে সাঁতারের দুজনকে নির্বাচন করেছে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স (সাঁতারের বৈশ্বিক সংগঠন)। এছাড়া, ইমরান ও রবিউল খেলবে ওয়াইল্ডকার্ডের মাধ্যমে। সাগরই শুধু সরাসরি খেলবে।’

অলিম্পিকে এই অ্যাথলেটদের কাছ থেকে চাওয়া কী, জানতে চাইলে সাইফ বলেন—‘আমরা তো আর পদক জিততে পারব না। আমাদের চাওয়া ওরা যেন নিজেদের খেলায় আরও উন্নতি করতে পারে। যার যার জায়গা থেকে যেন সেরাটা দিতে পারে।’


প্যারিস অলিম্পিক শুরু হবে আগামী ২৬ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.