× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেপ্টেম্বরে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ জুলাই ২০২৪, ১০:১১ এএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ১০:১৪ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর কবে শুরু হবে, সেটিই এখনও নিশ্চিত হয়নি। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু করার প্রাথমিক আলোচনা হয়েছে। এরই মধ্যে জানা গেল, চলতি বছরের সেপ্টেম্বরে হবে প্লেয়ার্স ড্রাফট।

সোমবার (১ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন এই খবর। এরই মধ্যে দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানা তিনি।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিপিএলের আগের বেশিরভাগ দলই অংশ নেবে বলে আমাদের জানিয়েছে। দু-একটা দল যারা জানায়নি, তাদের অপেক্ষা করছি। আর প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।’

বিপিএলের সময়সূচি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এফটিপিতে (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করে নিই।’ 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.