× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোটেলে বন্দী ভারতীয় ক্রিকেটাররা, ফিরতে পারছেন না দেশে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ জুলাই ২০২৪, ০৫:৪৭ এএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ০৫:৪৮ এএম

ভারতীয় ক্রিকেটাররা। ছবি : আইসিসি

লম্বা সময়ের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ক্রিকেটারদের সঙ্গে উদযাপনের অপেক্ষায় দেশটির সমর্থকরা। তবে, সহসাই তাদের সে ইচ্ছে পূরণ হচ্ছে না। কারণ টিম হোটেল থেকেই বেরোতে পারছেন না কোহলিরা। যার ফলে নির্ধারিত সময়ে তাদের দেশে ফেরা হচ্ছে না। কি এমন হলো, যার কারণে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুসারে, টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী সোমবার ব্রিজটাউন ত্যাগ করার কথা ছিল ভারতের। এরপর ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, এবং সেখান থেকে বাণিজ্যিক বিমানে মুম্বাই ফিরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। তবে, আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

কারণ, হারিকেন বেরিল এর প্রভাবে এখনও বার্বাডোজ়েই আটকে আছে ভারতীয় দল। ইতোমধ্যে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে বার্বাডোজের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার্ড ফ্লাইটে রোহিতদের ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। কিন্তু বিমাবন্দর সচল না থাকায় সেই পরিকল্পনাও সফল হয়নি।

জানা গেছে, ভারতে ফেরার পর নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী দলের সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা আছে। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্মকর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.