× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রোটিয়াদের বিপক্ষে ৬০৩ রান করে বিশ্বরেকর্ড ভারতের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ জুন ২০২৪, ০৬:৩৭ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২৪, ০৬:৩৭ এএম

সংগৃহীত

বাইশগজে সুসময় কাটছে ভারতের। দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মারা। আজ (শনিবার) শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এদিকে, ঘরের মাটিতে প্রোটিয়া মেয়েদের বিপক্ষেও দারুণ ছন্দে ভারত নারী ক্রিকেট দল। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করার পর এবার একমাত্র টেস্টেও দাপুটে শুরু পেয়েছে হারমানপ্রীত কৌররা। এক ডাবল সেঞ্চুরি, এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬ উইকেটে ৬০৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত।

মেয়েদের ক্রিকেটে এটাই টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের নজির। শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই রেকর্ড গড়লেন হারমানপ্রীত কৌররা।

অস্ট্রেলিয়ার মেয়েদের রেকর্ড ভেঙে দিলেন হারমান-স্মৃতিরা। এর আগে ৫৭৫ রান করেছিল অজি মেয়েরা। মেয়েদের ক্রিকেটে সেটাই ছিল এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড। এবার সেই রান টপকে বিশ্বরেকর্ড গড়ল ভারত। স্বাগতিকদের রানবন্যার ম্যাচে একদিন আগেই আরেকটি বিশ্বরেকর্ড গড়েছিলেন শেফালি বর্মা। মেয়েদের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তরুণ এই ওপেনার। 

ভারতের ৬০৩ রান তোলার নেপথ্যে অবশ্যই দুই ওপেনার শেফালি এবং স্মৃতি মান্ধানা। ২৩ চার ও ৮ ছক্কার মারে ১৯৭ বলে ২০৫ রান করেন শেফালি। স্মৃতি করেন ১৬১ বলে ১৪৯ রান। তাদের উদ্বোধনী জুটিতে আসে ২৯২ রান। শেফালি এবং স্মৃতি আউট হয়ে ফিরলেও জেমিমা রদ্রিগেজের (৫৫) এবং হারমানপ্রীতের (৬৯) রানে রানের পাহাড় গড়ে ভারত। তবে তারা শেফালিদের তুলনায় মন্থর ইনিংস খেলেন।

রিচা যদিও খেলছিলেন নিজের ছন্দে। তিনি ৯০ বলে ৮৬ রান করেন। শতরান থেকে মাত্র ১৪ রান দূরে আউট হয়ে যান রিচা। সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেন হরমনপ্রীত। চা বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১০৬ রান করেছে। ২ উইকেট হারিয়ে তারা। দু’টি উইকেটই নেন স্নেহ রানা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.