আগের ম্যাচে ১৯ শটের পর একবারও বল জালে না জড়াতে পারার হতাশায় পুড়তে হয়েছিল ব্রাজিলকে। যা নিয়ে কম আলোচনা হয়নি। স্বয়ং সেলেসাও ফুটবলাররা কতটা ক্ষুধার্ত ছিলেন, সেটাই যেন দ্বিতীয় ম্যাচে মাথায় নিয়ে নামেন ভিনিসিয়ুস-লুকাস পাকেতারা।
যদিও শুরু থেকে তুমুল আক্রমণের পরও যেন একই পরিণতির দিকে আগাচ্ছিল নয়বারের কোপা চ্যাম্পিয়নরা। তবে শেষ ১০ মিনিটে প্যারাগুয়ের রক্ষণ রীতিমতো তছনছ করে তিনবার বল জালে জড়ালেন ভিনি-স্যাভিওরা।
আগের ম্যাচে ড্র করায় কিছুটা চাপে ছিল ব্রাজিল, একইসঙ্গে এই ম্যাচেও পয়েন্ট ভাগাভাগির মতো কোনো বিষয় তাদের টুর্নামেন্টে টিকে থাকাকেই কঠিন করে তুলত। এমন বিষয় মাথায় রেখে লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে আজ (শনিবার) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি দোরিভাল জুনিয়রের শিষ্যরা। চলমান ম্যাচে এখন পর্যন্ত জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস, আরেকটি গোল এসেছে তরুণ স্ট্রাইকার স্যাভিও’র পা থেকে।