টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে। লিটন দাস ও সৌম্য সরকার অবশ্য দলের সঙ্গে ছিলেন না। ৪৭ দিনের বিশাল সফর ছিল এবার। বাংলাদেশ সুপার এইটে উঠেছিল। তবে পরের পর্বে সবকটি ম্যাচ হারায় পুরনো হতাশা নিয়ে ফিরে এসেছে। ব্যার্থতার বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন পেসার তাসকিন আহমেদ। তিনি মনে করেন, টি টোয়েন্টিতে বাংলাদেশ আগে থেকেই অনেক পিছিয়ে ছিল। সেখানে উন্নতি হচ্ছে। তবে টাইগার পেসার হতাশা প্রকাশ করেছেন ব্যাটিং নিয়ে। তার ভাষ্যে, বাংলাদেশের এমন বাজে ব্যাটিং কখনোই দেখেননি।
তাসকিন বলেন, ‘ব্যাটিং বিপর্যয়ের কথা বলতে গেলে, যুক্তরাষ্ট্রে সবাই স্ট্রাগল করেছে। বড় বড় ব্যাটাররাও সেখানে পারেনি। বোলারদের সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর তুলনামূলক ভালো উইকেটে খেলা হয়েছে। তাও আমরা আসলে পারিনি। আমি বাংলাদেশ ক্রিকেটে ১০ বছর ধরে আাছি। গত ১০ বছরে কখনোই ব্যাটিংয়ে এত বাজে অবস্থা দেখিনি। খুব খারাপ সময় যাচ্ছে। এটা কাটিয়ে উঠবে আশা করি।’ এদিকে বিশ্বকাপে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পুরো বিশ্বকাপে জুড়েই তারা ছিলেন অফফর্মে। তাদেরকে নিয়ে টাইগার পেসার তাসকিন বলেন, ‘দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠব।’
সুপার এইটে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে যায়। সেখানে আক্ষেপ কম ছিল। আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। সেটা হাতছাড়া হলে ভক্ত ও সমর্থকদের মাঝে ক্ষোভ দেখা যায়। সেটা নিয়ে তাসকিন বলেন, ‘শেষ ম্যাচটিতে আমরা ১২.১ ওভারে আমাদের সবারই পরিকল্পনা ছিল জেতার। আমরা সে ইনটেন্ট নিয়েই খেলা শুরু করেছি। একটা পর্যায়ে যখন দেখলাম যে হবে না ১২ ওভারে, তখন স্বাভাবিকভাবে জেতার চেষ্টা করা হয়, তারপর আমরা ওটাও চেষ্টা করে পারিনি।’