× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্বিতীয় সেমিফাইনাল

ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ জুন ২০২৪, ১২:২৪ পিএম । আপডেটঃ ২৭ জুন ২০২৪, ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত আটটায়, খেলা শুরু আধ ঘণ্টা পর। কিন্তু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে হানা দেয় বৃষ্টি। ফলে সময়মতো টস কিংবা খেলা শুরু করা যায়নি। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘণ্টা পর টস হয়। পরে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য ইংল্যান্ডের পক্ষে। টস জিতে ইংলিশ অধিনায়ক জস বাটলার ফিল্ডিং বেছে নেওয়ায় বাধ্য হয়ে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। 

প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে কোনো কারণে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.