টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। এই পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ২৪ রানে হেরেছে তারা। তবে টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্র্যাভিস হেড। ভারতের সূর্যকুমার যাদবকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
র্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন হেড। চার ধাপ এগিয়ে ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অজি ওপেনার। দুইয়ে নেমে যাওয়া সূর্যকুমার অবশ্য খুব বেশি পেছাননি। হেডের চেয়ে দুই রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছেন তিনি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তোলার দিক দিয়ে হেডের চেয়ে এগিয়ে কেবল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ৭ ম্যাচে ব্যাট করে ১৫৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন হেড। দুইবার পেয়েছেন অর্ধশতকের দেখা। অন্যদিকে সূর্যকুমার ৬ ম্যাচে করেছেন ১৪৯ রান। হেডের মতো দুটি ফিফটি রয়েছে তারও। দুঃসংবাদ পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাজে পারফরম্যান্সের কারণে আলোচিত দুই পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দুই জনই এক ধাপ করে নিচে নেমেছেন। ৭৫৫ রেটিং পয়েন্ট নিয়ে বাবর অবস্থান করছেন চারে,আর পাঁচে নেমে যাওয়া রিজওয়ানের পয়েন্ট এখন ৭৪৬।
এদিকে চার ধাপ এগিয়ে সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় ঢুকেছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। তার রেটিং পয়েন্ট ৬৫৫।