টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলায় আজ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ভারত।
আফগানিস্তানের কাছে আচমকা হেরে না বসলে ভারতের সঙ্গে আজকের এই ম্যচটি হতো শুধু নিয়মরক্ষার। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য নিয়মরক্ষার আর থাকলো না। ম্যাচটা হয়ে গেলো বাঁচা-মরার।
সেমিফাইনালে উঠতে হলে আজ ভারতকে বড় ব্যবধানে হারাতেই হবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে বড় ব্যবধানে হেরে গেলে ভারতেরই বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
এমন জটিল সমীকরণ সামনে রেখে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যরেন স্যামি স্টেডিয়ামে টস করতে নেমে জিতলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। টস জিতে তিনি ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। নিজেরা সিদ্ধান্ত নিলেন ফিল্ডিং করার।