× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হৃদয়ের ব্যাটিং দেখে অন্যদের শেখা উচিত: তামিম ইকবাল

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জুন ২০২৪, ১০:২৩ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সকে দুই ভাগে ভাগ করা যায়। একদিকে দলের বোলাররা যেমন প্রতিটি ম্যাচে পারফর্ম করেছেন তেমন একইভাবে প্রতিটি ম্যাচে ব্যর্থ দলের টপ অর্ডার। ব্যাট হাতে দলের টপ অর্ডারের প্রত্যেক ব্যাটারের ব্যর্থতা রীতিমতো হাস্যকর পর্যায়ে চলে গেছে। অবশ্য এমন ব্যর্থতার মধ্যে বন্দি তারা বছরের শুরু থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপও এভাবে শুরু করে যদিও বোলারদের নৈপুণ্যে এ রকম পারফরম্যান্সি ঠিক সেভাবে নজরে আসেনি।

তবে সুপার এইটের প্রথম ম্যাচে বোলাররা ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে হয়েছেন ব্যর্থ। এক তাওহীদ হৃদয় বাদে টি-টোয়েন্টির ব্যাটিং সুলোভ নেই কেউ। তাই অন্য কোনো দলের ব্যাটার নয়, নিজ দলের হৃদয়কে দেখেই বাকিদের শেখার পরামর্শ জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে  ইএসপিএনক্রিকইনফোর পর্যালোচনায় তামিম বলেন, ‘হৃদয় দেখিয়েছে কেমন ব্যাটিং করা উচিৎ। আমাদের বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই। আপনার দলের একজনই নিয়মিত তা করে দেখাচ্ছে। বাংলাদেশ হৃদয়ের ব্যাটিং এপ্রোচ থেকে শিক্ষা নিতে পারে।’ 

অজিদের বিপক্ষে দুটি চার দুটি ছক্কায় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন হৃদয়। হৃদয়ের সাহসী ব্যাটিং নিয়ে তামিম বলেন, ‘হৃদয় অজি ব্যাটারদের ছেড়ে কথা বলেনি। এই মানসিকতাই প্রয়োজন বাংলাদেশের ব্যাটারদের, বিশেষ করে অস্ট্রেলিয়া-ভারতের মতো দলের বিপক্ষে। নিরাপদে খেললে আপনি জিততে পারবেন না। তাদের হারাতে হলে বিশেষ কিছু করতে হবে। হৃদয়ের ব্যাটিং অন্যদের দেখা উচিৎ। এমন দলের বিপক্ষে এভাবে কাউন্টার অ্যাটাক করতে হবে।’ শান্ত লিটনের ব্যাটিং সামার্থ নিয়ে তামিম ইকবাল বলেন, ‘তাদের সামর্থ্য আছে, সমস্যা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বের সেরা বোলারকে মোকাবেলা করার ক্ষেত্রে ঐ মানসিকতা থাকতে হবে আপনাকে মেরে খেলতে হবে, আউট হতেই পারেন। সেরা বোলারের উপর আপনি যখন চড়াও হবেন তখন প্রতিপক্ষের পুরো পরিকল্পনাই বদলে দেয়।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.