× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর বিব্রতকর রেকর্ড

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জুন ২০২৪, ০৭:৩৫ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ০৭:৩৬ এএম

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকপের সুপার এইট পর্বে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ম্যাচটি সহজেই জিতে নিয়েছে অজিরা। একই সঙ্গে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের প্রথম হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন প্যাট কামিন্স। একই সঙ্গে দ্বিতীয় অজি বোলার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টে হ্যাটট্রিক করার মাইলফলক ছুঁয়েছেন তিনি। এদিকে কামিন্সের এমন সফলতার দিনে বিব্রতকর এক রেকর্ডের সাক্ষী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হ্যাটট্রিক পূর্ণ করার পথে আজ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান এবং তাওহিদ হৃদয়ের উইকেট নিয়েছেন কামিন্স। এদিকে এ নিয়ে ষষ্ঠবারের হ্যাটট্রিকের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি হ্যাটট্রিকের শিকার হননি আর কোনো ক্রিকেটার।

নিজের ক্যারিয়ারে ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার এবং টি–টোয়েন্টিতে তিনবার হ্যাটট্রিকের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ। ২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথম হ্যাটট্রিকের সগিকার হন তিনি। কাগিসো রাবাদার প্রথম হ্যাটট্রিকের অংশ হিসেবে শুরু, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিক শিকারে পরিণত হয়েছিলেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানি পেসার নাসিম শাহর হ্যাটট্রিকের শেষ উইকেট ছিলেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে ২০২১ সালে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের হ্যাটট্রিক শিকারের প্রথম উইকেট ছিলেন তিনি। এরপর গত মার্চে টাইগারদের বিপক্ষে ম্যাচে টানা তিন উইকেট তুলে নেন নুয়ান তুষারা যেখানে শেষ উইকেট ছিলেন মাহমুদউল্লাহ। এরপর আজ অজিদের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকের ভুক্তভোগী হলেন টাইগারদের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.