ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তবে তো কথাই নেই! টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে এই দুই দলের। যেখানে চারবারই জিতেছে ম্যান ইন ব্লুরা। এবার আরও একটি বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। আগামীকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
যেখানে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে রোহিতরা। অন্যদিকে প্রথম ম্যাচে অজিদের কাছে হেরে সুপার এইট শুরু হয়েছে বাংলাদেশের। শক্তির পার্থক্য, র্যাঙ্কিংয়ে অবস্থান, সঙ্গে ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড়সম। তবে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকম এক চিত্রই ফুটে ওঠে।
তাই বাংলাদেশকে সমীহ করছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় দলের জন্য যেকোনো পরিবর্তনে প্রস্তুত ভারত অধিনায়ক। আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘গত দুই বছরে আমরা এখানে বেশকিছু টি-টুয়েন্টি ম্যাচ খেলেছি, তাতে কন্ডিশন নিয়ে কিছুটা ধারণা ছিল। সে অনুযায়ী পরিকল্পনা করেছি। ভালোভাবে মানিয়ে নিয়ে ১৮০ রানের সংগ্রহ করেছিলাম। যা ব্যাটারদের দুর্দান্ত প্রচেষ্টা ছিল। আর বোলিংয়ে বাকি কাজটা সেরেছে আমাদের বোলররা।’
‘বুমরাহ কী মানের বোলার এবং সে কী করতে পারে তা আমরা জানি। পরিস্থিতি বিবেচনায় তাকে স্মার্টভাবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। কারণ সে দায়িত্ব নিতে পছন্দ করে। দলের জন্য বছরের পর বছর ধরে এমন করছে।’ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। আফগানিস্তানের বিপক্ষে ভারত তিন স্পিনার খেলালেও বাংলাদেশের বিপক্ষে এমন নাও হতে পারে, আভাস দিয়েছেন রোহিত। ‘আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যেকোনো পরিবর্তন করতে প্রস্তুত। এই ম্যাচে তিনজন স্পিনার খেলানোর প্রয়োজন অনুভব করেছিলাম, সেটাই করেছি। পরের ম্যাচে যদি মনে করি তিন পেসার খেলানো প্রয়োজন, সেটাই করা হবে।’