× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে যে বিশ্বরেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জুন ২০২৪, ০৭:১৩ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ০৭:১৩ এএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির বিশ্ব আসরে অস্ট্রেলিয়াকে সবশেষ হারতে দেখেছেন কবে? চটজলদি মনে পড়তে কষ্ট হওয়ারই কথা। অজিদের সবশেষ হারের উদাহরণ খুঁজে পেতে যেতে হয় সেই ২০২২ সালে। ঘরের মাঠের বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল তারা।

এরপর জয় ছাড়া অন্য কিছুর স্বাদ নেয়নি অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় পাওয়া ২৮ রানের জয়টি বিশ্বমঞ্চে তাদের টানা অষ্টম। কুড়ি ওভারের বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ডের মালিকানা এখন অজিদের দখলে।

রেকর্ডটির ভাগীদার দীর্ঘদিন ধরে ছিল অন্য দুটি দল। টানা সাত ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত ও ইংল্যান্ড। ২০১০ সালে অনুষ্ঠিত তৃতীয় আসরে ইংলিশদের জয়যাত্রা শুরু হয়ে টিকেছিল ২০১২ বিশ্বকাপ পর্যন্ত। আর ভারতীয়দের টানা সাত জয়ের সূচনা হয়েছিল বিশ্বকাপের ওই চতুর্থ আসরেই। এরপর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারে সেটার শেষ দেখেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

এই দুটি দলকে শুক্রবার ছাড়িয়ে গেছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ডিএলএস পদ্ধতিতে ফল বের হওয়া ম্যাচে দলটি জিতেছে ২৮ রানে। চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচে যেটি টানা পঞ্চম জয়। এর আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে নিজেদের প্রথম ম্যাচে হেরে শুরু করেছিল অজিরা। এরপর গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতেছিল। সেই জয়যাত্রাটাকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। 

টানা জয়ের এরকম সুসময় অস্ট্রেলিয়া আগেও কাটিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। তার আগে দলটি একাধারে জয় পেয়েছিল ছয়টি ম্যাচে। সমান সংখ্যক ম্যাচে টানা জয় পাওয়ার সৌভাগ্য হয়েছে আরও দুটি দলের। তবে ২০১০ সালের অস্ট্রেলিয়ার মতো দুর্ভাগ্যের শিকার হয়েছিল শ্রীলঙ্কাও। বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালে শ্রীলঙ্কা হেরে গিয়েছিল পাকিস্তানের সঙ্গে। এর আগে লর্ডসে ফাইনালের মঞ্চে তারা পৌঁছেছিল টানা ছয় জয়ের পর।

ভারতের ছয় ম্যাচের জয়যাত্রা থেমে যাওয়ার মঞ্চও ছিল এই লর্ডস। ২০০৭ সালের বিশ্বকাপে টানা চার জয়ের প্রথমটি তারা পেয়েছিল ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতে ২০০৯ সালের বিশ্বকাপও দলটি শুরু করেছিল দুই জয়ে। কিন্তু লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেলে থেমে গিয়েছিল সেই পথচলা।

অস্ট্রেলিয়ার চলমান জয়যাত্রা থামানোর আশায় আগামী ২৩ জুন সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে সকাল সাড়ে ছয়টায়। সুপার এইটে অজিরা নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে পরদিন। সেন্ট লুসিয়ায় ভারতের বিপক্ষে তাদের ম্যাচ শুরুর সময় রাত সাড়ে আটটা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.