সোমবার ফুটবল দুনিয়াকে নাড়িয়ে দেয় খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ জয়ী জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর সংবাদ। বায়ার্ন মিউনিখের সাবেক এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৭৮ বছর।
ইনস্টাগ্রামে বেকেনবাওয়ারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্বামী বেকেনবাওয়ার মারা গেছেন। ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন। কোন বিরক্তি ছাড়া নিরবে তার মৃত্যু শোক কাটাতে পারবো এই আশা করছি।’
বেকেনবাওয়ার ১৯৭৮ সালে ওয়েস্ট জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপ জেতেন। দলটির অধিনায়কও ছিলেন তিনি। একই দেশের হয়ে ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ উচিয়ে ধরেন তিনি। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী তিনজনের একজন এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তি।
ফ্রেঞ্জ বেকেনবাওয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন। তিনি ওয়েস্ট জার্মানির হয়ে ১০৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন। এছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৭৫ গোল করেছেন। খেলোয়াড় হিসেবে বায়ার্ন মিউনিখের জার্সিতে তিনটি ইউরোপিয়ান কাপ ও চারটি জার্মান বুন্দেসলিগা জিতেছেন। কোচ হিসেবে বায়ার্নকে উয়েফা কাপ জিতিয়েছেন।
জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকাহত ফুটবল দুনিয়া। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী জার্মানি এবং বায়ার্ন মিউনিখের এ কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন অনেকেই।
বেকেনবাওয়ারের মৃত্যুর শোক স্পর্শ করেছে লিওনেল মেসিকেও। ইন্সটাগ্রামে তার ছবি পোস্ট করে শোকের বার্তা হিসেবে মেসি লিখেছেন ‘শান্তিতে ঘুমাও।’
মেসির সতীর্থ এবং বিশ্বকাপজয়ী নিকোলাস টাগলিয়াফিকো বেকেনবাওয়ারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। শান্তিতে ঘুমাও কাইজার।’
জার্মানি ও বায়ার্নের ফরোয়ার্ড টমাস মুলার লিখেছেন, ‘বায়ার্নের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন আমাদের ছেড়ে চলে গেছেন। শান্তিতে ঘুমান বেকেনবাউয়ার। জার্মানির ফুটবলে আপনি যা দিয়েছেন, আপনাকে কখনই ভুলব না আমরা।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো লিখেছেন, ‘কাইজার (বেকেনবাওয়ার) ছিলেন অসাধারণ এক মানুষ, ফুটবলের বন্ধু এবং সত্যিকারের কিংবদন্তি। প্রিয় ফ্রাঞ্জ, আমরা তোমাকে কখনো ভুলব না। সবকিছুর জন্য ধন্যবাদ।’
সাবেক ইংলিশ ফুটবলার ও ফুটবল বিশেষজ্ঞ গ্যারি লিনেকার লিখেছেন, ‘বেকেনবাউয়ার মারা গেছেন শুনে খুবই খারাপ লাগছে। আমাদের খেলার সত্যিকারের গ্রেটদের একজন। কাইজার ছিলেন ফুটবলারদের মধ্যে সুন্দরতম, যিনি সবকিছু জিতেছিলেন সহজাত সৌন্দর্য্য এবং মাধুর্য্য ছড়িয়ে।’
উয়েফা জানিয়েছে, ‘বেকেনবাওয়ার, ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা সন্তান ৭৮ বছর বয়সে মারা গেছেন। কাইজার ছিলেন অসাধারণ এক ফুটবলার, সফল কোচ এবং ফুটবল-পণ্ডিত, আর কেউ তার মতো জার্মান ফুটবলকে এতটা পূর্ণতা দেননি।’
জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি হান্স-ইওয়াখিম ওয়াৎজকে লিখেছেন, ‘বেকেনবাওয়ার অবশ্যই জার্মানির সর্বকালের সবচেয়ে বড় ফুটবলার এবং সবার ওপরে আমার দেখা অন্যতম সেরা মানুষ।’
বিষয় : বেকেনবাওয়ার জার্মান কিংবদন্তি খেলোয়াড়
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh