চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে গ্রুপ পর্ব পেরোনোর লক্ষ্য অর্জন করা টাইগাররা আগামীকাল থেকে শুরু করবে শেষ আটের অভিযান, প্রথম ম্যাচেই লাল-সবুজের দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এদিকে ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ভালো করতে পারছে না টাইগারদের টপ অর্ডার, রান পাচ্ছেন না অধিনায়ক নাজমুল শান্তও।
এবারের আসরে ব্যাট হাতে এখনো পর্যন্ত সফলতার মুখ দেখেননি শান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে তিনি করেন ৭ রান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং পজিশন বদলে তিনি নামেন ওপেনিংয়ে, তবে সেখানেও ব্যাট হাতে অবদান রাখতে পারেননি তিনি, সাজঘরে ফিরেন ১৪ রান করেই। ডাচদের বিপক্ষে ম্যাচেও হাসেনি তাঁর ব্যাট, আউট হন ১ রানে। তবে শুধু শান্ত নয়, বিশ্বকাপে খেলা দলগুলোর টপ অর্ডারের ব্যর্থতার মূল কারণ কন্ডিশন বলেই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘কেবল শান্ত নয়। বেশিরভাগ দলের টপ অর্ডারই এবার সংগ্রাম করছে। কারণ এখানের পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। কারণ বিষয়টা হলো, বেশিরভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। তাতে শুরুর দিকে দুই তিনজন ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’
কন্ডিশন ভালো হলে শান্তও ভালো করবে জানিয়ে হাথুরু আরও বলেন, ‘ঠিকই বলেছেন, সে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়। সে খুব ভালো খেলোয়াড়, গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আমি নিশ্চিত, কন্ডিশন ভালো হলে সে–ও ভালো করবে। সব টপ অর্ডারের জন্যই এটা চ্যালেঞ্জিং।’