× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দ্রীয় চুক্তি ও অধিনায়কত্ব থেকে সরে দাড়ালেন উইলিয়ামসন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ জুন ২০২৪, ০৩:১৫ এএম । আপডেটঃ ১৯ জুন ২০২৪, ০৩:২৬ এএম

কেইন উইলিয়ামসন।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল নিউজিল্যান্ড। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিল কিউইরা। বিশ্বকাপে নিউজিল্যান্ডের এমন ভরাডুবির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ২৮ রান করেছেন তিনি। বিশ্বমঞ্চে উইলিয়ামসনের মতো ক্রিকেটার এমন পারফর্মেন্স বড্ড বেমানান।

এছাড়াও দল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেই ছিটকে যায়। যদিও শেষ দুই ম্যাচে দাপটের সঙ্গে জয় পায় তারা। তবে তাতে কোন লাভ হয়নি।

গত সোমবার (১৭ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর কেইন উইলিয়ামসন জানিয়েছিলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়। এবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেই নিজের নাম সরিয়ে নিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

উইলিয়ামসন এর ফলে সাদা বলের ক্রিকেটে উইলিয়ামসনকে আর নেতৃত্বে দেখা যাবে না। তাছাড়া কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাকে খেলানোর জন্য জোর করতে পারবে না বোর্ড। তবে নিউজিল্যান্ডের খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেই জানিয়েছেন উইলিয়ামসন।

কেইন উইলিয়ামসন বলেন, ‘বিভিন্ন ফরম্যাটে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এমন একটি বিষয় যাতে আমি খুবই আগ্রহী। এটি এমন একটি বিষয় যাতে আমি অবদান রাখতে চাই। তবে, ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে- আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো এবং দেশে বা বিদেশে অন্যদের সাথে অভিজ্ঞতা উপভোগ করা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে।’

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করা খেলোয়াড়দের অবশ্যই ব্ল্যাকক্যাপস এবং ঘরোয়া ড্রিম ১১ সুপার স্ম্যাশ প্রতিযোগিতার জন্য উপলব্ধ থাকতে হয়। তবে এই চুক্তিতে না থাকায় উইলিয়ামসনের এখন আর কোনো বাধ্যবাধকতা নেই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.