× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানের বিদায়ে মন খারাপ তামিমের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৬ জুন ২০২৪, ০৮:৪৯ এএম । আপডেটঃ ১৬ জুন ২০২৪, ০৮:৫০ এএম

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ায় মন খারাপ হয়েছে তামিম ইকবালের।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে।' পাকিস্তানের বিদায়ে খারাপ লাগলেও তামিমের বিশ্বাস পরের আসরে ভালো কিছু করবে বাবর আজমের দল। বিশেষ করে দেশটার সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি দলের এমন খারাপ সময়ে এগিয়ে আসবেন বলে মনে করেন তামিম। তিনি বলেন, 'আশা করছি, পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে, শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে।'

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটোতে হেরেছে পাকিস্তান। কানাডার বিপক্ষে জিতলেও তা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। আজ রোববার বাংলাদেশ সময় রান সাড়ে আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। আয়ারল্যান্ড বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ ওয়াসিম বলেন, 'আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করতাম। আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি।'

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.