× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্বর্ণ জয়

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ জুন ২০২৪, ০৮:৩২ এএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ০৮:৩৩ এএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গতকাল হাইজাম্পে রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের রিতু আক্তার। আজ ৩০০০মিটার স্টিপুল চেজে আল আমিন জিতলেন সোনা। তিনি সময় নিয়েছেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড। ৩ হাজার মিটার স্টিপুল চেজ অ্যাথলেটিক্সের কঠিন ইভেন্টের একটি। অ্যাথলেটিক্স ট্রাকে শুধু দৌড়ালেই হয় না এই ইভেন্টে। নির্দিষ্ট মিটার পর পর হার্ডেলস অতিক্রম করতে হয়। প্রতি চক্করের একবার একটু ট্র্যাকের নিচু জায়গায় পানিতে লাফাতে হয়। দৌড়, হার্ডেলস ও পানি অতিক্রম করে সবার আগে ৩ হাজার মিটার পূরণ করলে তিনি প্রথম হন।

মালয়েশিয়ার টুর্নামেন্টে এই কৃত্তিত্ব অর্জন করেছেন আল আমিন। তার সঙ্গে আরেক প্রতিপক্ষ সমান্তরালেই ছিলেন। শেষ কয়েক মিটার আল আমিন একটু বাড়তি গতি দিয়ে প্রথম হয়েছেন। তার প্রতিপক্ষ অন্তিম মুহূর্তে ক্লান্তির কাছে হার মেনেছেন। ৩ হাজার মিটার স্টিপুল চেজের পর আজ আরো দু'টি পদক এসেছে। হ্যামার থ্রোতে গৌরাঙ্গ রায় ও পোলভোল্টে সৌরভ মিয়া রৌপ্য জেতেন। গৌরাঙ্গ রায় হ্যামার থ্রো ইভেন্টে ৫০.২৮ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য অর্জন করেছেন। অ্যাথলেটিক্স ফেডারেশনের তথ্যমতে, দেশের বাহিরে হ্যামার থ্রো ইভেন্টে বাংলাদেশের প্রথম অর্জন। সৌরভ মিয়া পোলভল্ট ইভেন্টে ৪.৪০ মিটার লাফিয়ে রৌপ্য জেতেন।

মালয়েশিয়া চলমান টুর্নামেন্টে এই ইভেন্টে এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪টি পদক নিশ্চিত করেছে। এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির গতকাল ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে পারেননি। আগামীকাল পোল ভোল্ট, হাইজাম্পের ইভেন্ট রয়েছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.