× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচে বৃষ্টি, বিদায়ের দ্বারপ্রান্তে পাকিস্তান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ জুন ২০২৪, ১১:০৮ এএম । আপডেটঃ ১৪ জুন ২০২৪, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত

সুপার এইট নিশ্চিতের মিশনে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার লডার হিলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দু’দলের লড়াই শুরু হওয়ার কথা। তবে ফ্লোরিডায় টানা বৃষ্টির কারণে এই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। আজ বৃষ্টি থামলেও এখনও টস হয়নি এই ম্যাচের। মাঠের বর্তমান অবস্থায় ম্যাচটি না গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর তাতে চলমান আসর থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পাকিস্তান!  

কেননা ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভালোভাবেই সুপার এইটে প্রবেশ করেছে ভারত। কানাডা ও পাকিস্তানকে হারিয়ে এবং ভারতের সাথে হেরে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথেই যুক্তরাষ্ট্র। আইরিশরা খেলেছে দুই ম্যাচ। দু’টিতেই হার। তাদের সম্ভবনা নেই বললেই চলে। তবে এই গ্রুপে থাকা পাকিস্তান ও কানাডার রয়েছে তিন ম্যাচে দু’টি করে পয়েন্ট। সুপার এইটে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে বৃষ্টি এবং বন্যার কারণে এই ম্যাচ মাঠে না গড়ালে দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। তাহলে ১ পয়েন্ট পাবে যুক্তরাষ্ট্র। এমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে তারা। 

অন্যদিকে আইরিশদের বিপক্ষে বাবররা জিতলেও পাকিস্তানের সুপার এইটে ওঠা হবে না। কারণ চার ম্যাচে ৪ পয়েন্টের পুঁজি দাঁড়াবে বাবর বাহিনীর। অন্যদিকে কানাডাকে যদি ৪ পয়েন্টে পৌঁছাতে হয়, তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ পর্বেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হবে কানাডাকে। একই কথা প্রযোজ্য আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। তাদের ৪ পয়েন্টে পৌঁছাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। ফলে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া মানেই কাগজে-কলমেও টিকে থাকা হবে না আইরিশদের।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.