× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাসেল ডোমিঙ্গোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ডাচরা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ জুন ২০২৪, ০৬:৪৬ এএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ০৬:৪৬ এএম

ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ডস। সে ম্যাচের অনুপ্রেরণা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে জিততে মরিয়া ডাচরা। এমনটা জানিয়েছেন দলটির পেস বোলিং অলরাউন্ডার লোগান ভ্যান বিক। উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ডি' গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচটির ভেন্যু সেন্ট ভিনসেন্ট। এখন পর্যন্ত দুই দল একটি করে ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে সর্বশেষ হার দেখেছে। এই ডাচরা আবার একদিক দিয়ে এগিয়ে। তাদের কোচিং প্যানেলে এমন দুজন রয়েছেন, যারা অতীতে বাংলাদেশের কোচ থেকেছেন। 

একজন হলেন রায়ান কুক, আরেকজন রাসেল ডোমিঙ্গো। ডোমিঙ্গো গত বছরও হেড কোচ ছিলেন বাংলাদেশ দলের। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ভেতরের খবর খুব ভালো করেই জানা আছে তার। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের পারফর্মারদের অন্যতম পেসার লোগান ফন বিকের আশা, দুই কোচের এই বাংলাদেশ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে ডাচ দল, ‘আমার মনে হয় এটা অনেক বড় একটা সুবিধা। রাসেল এবং রায়ান দুজনেই তাদের খেলোয়াড় সম্পর্কে ভালো করে জানে। যেহেতু দলটিতে অনেক দিন কোচ হিসেবে ছিলেন। তাই নিঃসন্দেহে আমরাদের ব্যাক পকেটে সেসব অভিজ্ঞতার বিষয়গুলো থাকবে।’

ফন বিক এই আসরে ডাচদের হয়ে আলো ছড়াচ্ছেন। বল হাতে ৫ উইকেট নিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষেও ব্যাট হাতে করেছেন ২৩ রান। এই পেসার আরও জানিয়েছেন, টিম মিটিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের দুর্বলতা নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন তারা। যেগুলো তারা ম্যাচ ডে-তে ব্যবহার করার চেষ্টা করবেন, ‘গত কয়েকদিন আমরা বেশ কিছু মিটিং করেছি। সেখানে প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্পর্কে গভীর বিশ্লেষণ হয়েছে। কীভাবে তাদের আউট করতে পারি, কোন খেলোয়াড়কে মেরে খেলতে পারি। তাই এটাকে আমরা একটা অ্যাডভান্টেজ অবশ্যই বলবো। যার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হবে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.