× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৩ জুন ২০২৪, ১০:২০ এএম । আপডেটঃ ০৩ জুন ২০২৪, ১০:২১ এএম

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

আরও একবার দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১৫তম শিরোপা জয়ের পথে অসাধারণ পারফর্ম করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার স্বীকৃতিও পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান।

সোমবার নিজেদের ওয়েবসাইটে মৌসুম সেরাদের নাম প্রকাশ করেছে উয়েফা। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে চলতি মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। চলতি মৌসুমের শুরুতেই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন তিনি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। ফাইনালে দানি কারভাহালের লক্ষ্যভেদের পর গোল করেন ভিনিসিয়ুসও। আসরে ১০ ম্যাচ খেলে ৬ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে ৫টি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান।

এই পুরস্কার জিতে দারুণ খুশি ভিনিসিয়ুস, 'এই ক্লাবের হয়ে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরে আমি খুব খুশি। এটা আমাকে অনেক কিছু দিয়েছে। এটা একটি অবিশ্বাস্য জিনিস। সবাই এটা অনুভব করতে পারে না এবং এটা অনেকবার জিততে পারে না।'

অন্যদিকে অভিষেক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলেন বেলিংহ্যাম। ১১ ম্যাচে ৪টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। মৌসুমের সেরা গোলও নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদের ফেদে ভালভের্দের একটি গোল। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ এক ভলিতে গোলটি করেছিলেন তিনি। এছাড়া সেরা একাদশে সুযোগ মিলেছে আরও দুই খেলোয়াড় দানি কারভাহাল ও আন্তনিও রুদিগারের।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.