দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের দামামা। আর মাত্র দুই দিন বাদেই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস শুভেচ্ছা জানিয়েছে টাইগার এ ক্রিকেটারকে। নিজেদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে চেন্নাই লিখেছে, জাতীয় কর্তব্যের জন্য ফিজের সবুজ জ্বলে উঠুক।
আইপিএলের সদ্য সমাপ্ত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। দলটির হয়ে প্রথমবারেই চমক দেখিয়েছেন তিনি। ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন ফিজ। আসরের প্রথম দিকের ম্যাচগুলোতে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপও ছিল তার দখলে। তবে জাতীয় দলের খেলার জন্য টুর্নামেন্টের মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছে এই পেসারকে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে আরও তিন ম্যাচ খেলবে টাইগাররা। সেই ৩ ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা।