× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিয়াল তারকাকে ছাড়াই ইউরো স্কোয়াড দিলো বেলজিয়াম

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ মে ২০২৪, ০৬:৩৯ এএম । আপডেটঃ ২৮ মে ২০২৪, ০৬:৩৯ এএম

সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪–এর জন্য একে একে প্রতিযোগী দেশগুলো তাদের স্কোয়াড ঘোষণা করছে। এবার দল ঘোষণা করেছে মহাদেশটির অন্যতম পরাশক্তি বেলজিয়ামও।

যেখানে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তিনজনকে গোলবার সামলানোর জন্য নেওয়া হয়েছে। এর বাইরে ইউরোর জন্য শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা দলটি।

জার্মানির মাটিতে আগামী ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতার জন্য বেলজিয়াম ২৫ সদস্যের দল ঘোষণা করেছে আজ (মঙ্গলবার)।

অবশ্য দল ঘোষণার বেশ আগেই বেলজিয়ামের কোচ ডমেনিকো টেডেস্কো কোর্তোয়ার ইনজুরির কারণে ইউরোতে খেলতে পারবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।

অথচ ইতোমধ্যে পুরো ফিট হয়ে রিয়ালের হয়ে ম্যাচও খেলেছেন গোলবারের এই বিশ্বস্ত ফুটবলার। এমনকি আগামী ১ জুন ইউসিএল ফাইনালে রিয়ালের হয়ে কোর্তোয়ার খেলার কথা রয়েছে।

কাতার বিশ্বকাপের পর আর দলে ডাক না পাওয়া মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল দীর্ঘ সময় পর বেলজিয়ামের ইউরো দলে রয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক না হওয়া ফুটবলার হিসেবে একমাত্র ডাক পেয়েছেন ক্লাব ব্রুগের হয়ে খেলা ম্যাক্সিম ডি কাইপার।

একইসঙ্গে বেলজিয়ামের হয়ে সবেচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী জ্যান ভারটোঙ্গেন, সর্বোচ্চ গোলদাতা (১১৪ ম্যাচে ৮৩টি) রোমেলু লুকাকু এবং অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনাও আছেন এই দলে।

আসন্ন ইউরোতে গ্রুপ ‘ই’তে রয়েছে বেলজিয়াম। যেখানে তাদের অপর তিন সঙ্গী ইউক্রেন, স্লোভাকিয়া ও রোমানিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে ১৭ জুন প্রথম ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ডি ব্রুইনা–লুকাকুরা। এরপর ২২ জুন রোমানিয়া এবং ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেন।

বেলজিয়ামের ইউরো স্কোয়াড

গোলরক্ষক : 

কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস

ডিফেন্ডার : 

টিমোথি ক্যাসট্যান, জেনো ডিবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, উটস ফায়েস, থমাস মেউনিয়ার, আর্থুর থিয়েট, জ্যান ভারটোঙ্গেন

মিডফিল্ডার : 

কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমাদৌ ওনানা, ইউরি টিয়েলমান্স, আর্থুর ভার্মারেন, অ্যাস্টার ভ্র্যানক্স, অ্যাক্সেল উইটসেল

ফরোয়ার্ড : 

জোহা বাকায়োকো, ইয়ান্নিক কারাসকো, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, দোদি লুকবাকিও, লয়েস ওপেন্দা, লিয়েন্দ্রো টসার্ড

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.