আর মাত্র ৮ দিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ডামাডোল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। জমজমাট এই টুর্নামেন্টের আগে সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদিকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেছে আইসিসি। আফ্রিদির আগে আরও তিন জনকে আসন্ন এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেছে আইসিসি। সাবেক ক্যারিবীয় মারকুটে ব্যাটার ক্রিস গেইল, সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিং এবং জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের পর এবারের আসরের শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। আফ্রিদির অধিনায়কত্বেই সেবার টুর্নামেন্টে শিরোপা জিতে নেয় ম্যান ইন গ্রিনরা। আসন্ন বিশ্বকাপের শুভেচ্ছাদূত হওয়ার পর আফ্রিদি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী আসরে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া থেকে ২০০৯ সালে ট্রফি জয়, এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতায় আমার ক্যারিয়ারের অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে।’
বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে তিনি খুব রোমাঞ্চিত জানিয়ে আফ্রিদি আরও বলেন, বিশ্বকাপের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। এবার আরও বেশি দল খেলবে, বেশি ম্যাচ দেখবো আমরা, আর তাই আগের চেয়ে বেশি রোমাঞ্চ অনুভব করতে পারবো আমরা। একই সঙ্গে ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক।