দায়িত্ব নেওয়ার এক মৌসুম পরই চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। তার অধীনে চেলসি ছয়ে লিগ মৌসুম শেষ করেছে। কারাবাও কাপের ফাইনালে হেরেছে ও এফএ কাপের সেমিফাইনাল খেলেছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, পচেত্তিনো চেলসি ছাড়ায় কোলে পালমার, নিকোলাস জনমস, মার্ক কুকুরেল্লাসহ তরুণ ফুটবলাররা হতাশ হয়েছেন। পচেত্তিনো ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারে বলেও গুঞ্জন আছে।
ক্লাব ছাড়ার ঘোষণায় সাবেক টটেনহ্যাম ও পিএসজি কোচ পচেত্তিনো বলেন, ‘আমাকে কাজের সুযোগ দেওয়ায় চেলসির মালিকপক্ষ ও স্পোর্টিং ডিরেক্টরকে ধন্যবাদ। ক্লাবটি এখন সামনে এগিয়ে নেওয়ার জন্য ভালো অবস্থানে আছে।’ এদিকে পচেত্তিনো ব্লুজ ক্যাম্প ছাড়ায় নতুন কোচ কে হবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। বায়ার্ন মিউনিখ ছাড়া টমাস টুখেলের পুনরায় দায়িত্ব নেওয়ার গুঞ্জন উঠেছে। জুভেন্টাস ছাড়া অ্যালেগ্রি, চাকরিহীন মরিনহোর নাম এসেছে। তবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোচের পদে তরুণ কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে চেলসি বোর্ড।
ওই তালিকায় আছেন ম্যানসিটির সাবেক ডিফেন্ডার ও বার্নলির বেলজিয়াম কোচ ভিনসেন্ট কোম্পানি। পর্তুগালের ক্লাব স্পোর্টিংয়ের রুবেন আমোরিম আছেন তালিকায়। তার লিভারপুল ও ওয়েস্টহামের কোচ হওয়ার গুঞ্জন উঠেছিল। এছাড়া ব্রাইটন ছাড়া রর্বাতো ডি জার্বি ও চ্যাম্পিয়নশিপের ক্লাবে কোচিং করানো কিয়েরন ম্যানকেন্নার নাম উঠেছে।