× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে বিরাট কোহলিকে স্বাগত জানালেন আফ্রিদি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ মে ২০২৪, ০২:৩৬ এএম । আপডেটঃ ১৯ মে ২০২৪, ০২:৩৬ এএম

ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে আসার সম্ভাবনা কম ভারতের। এ জন্য ভারতের ম্যাচগুলো অন্য ভেন্যুতে করার আলোচনাও চলছে। এমন সময়ই ভাইরাল হয়েছে পাকিস্তানের পর্বতারোহী শেহরোজ কাশিফের সঙ্গে বিরাট কোহিলির ভিডিওকল। কাশিফের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানে আসার আগ্রহ জানিয়েছিলেন কোহলি। 

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে শনিবার একটি টেপ টেনিস টুর্নামেন্টের সময় কোহলির পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে।

আফ্রিদি উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কোহলির। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন কথাই আশা করেছিলাম। ওকে স্বাগত জানাই। কোহলি চাইলে এখানে আসতে পারে ভারতীয় দলের সঙ্গে কিংবা পিএসএল খেলতেও।’ আফ্রিদি পাকিস্তান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন তুলে ধরে বলেন, পাকিস্তানের এমন একজন খেলোয়াড় দরকার যে শুরুতে ছয় ওভার খেলতে পারে। 

তিনি খেলোয়াড় হারিস এবং সাহেবজাদা ফারহানের জন্য ন্যায়বিচার হয়নি বলে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.