× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএসজি–অধ্যায় পেছনে ফেলে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে এমবাপ্পে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১১ মে ২০২৪, ১০:০৫ এএম । আপডেটঃ ১১ মে ২০২৪, ১০:০৭ এএম

এমবাপ্পে। ছবি: সংগৃহীত

গল্পটা আসলে একটি স্বপ্নপূরণের পথে যাত্রার। আজ থেকে আরও অনেক বছর আগে এক কিশোর ঘরভর্তি নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি লাগিয়ে দেখেছিলেন সেই স্বপ্ন। ছেলেটির প্রতিভার বিপরীতে স্বপ্নটা মোটেই আকাশকুসুম ছিল না। গতি, ড্রিবলিং, স্কোরিংয়ের সহজাত যে প্রতিভা নিয়ে কিলিয়ান এমবাপ্পে নামের কিশোরটি বেড়ে উঠছিলেন, তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্নটা তাই মোটেই বাড়াবাড়ি ছিল না। তবে স্বপ্ন যদি অত সহজেই ধরা দেবে সেটা আর স্বপ্ন কেন!

সব অনুকূলে থাকার পরও এমবাপ্পেকে স্বপ্ন পূরণের জন্য লড়তে হচ্ছে গত প্রায় ৭ বছর ধরে। নাহ, এখনো তা পূরণ হয়নি। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধাটি অবশেষে টপকে গেলেন এমবাপ্পে। 

গতকাল রাতে এক ঘোষণায় জানিয়েছেন, এ মৌসুম শেষেই পিএসজি ছাড়তে যাচ্ছেন। রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই হবে তাঁর শেষ ম্যাচ। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল এমবাপ্পের পিএসজি–অধ্যায়। আর একই সঙ্গে শুরু হয়ে গেল তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ক্ষণগণনাও।

২০১৭ সালে মোনাকো থেকে ১৮ কোটি ইউরোতে পিএসজিতে আসেন এমবাপ্পে। তখনই এমবাপ্পেকে নিয়ে রিয়ালের আগ্রহের কথা শোনা গিয়েছিল, কিন্তু গুঞ্জন ডালপালা মেলার আগেই এই ফুটবল–প্রতিভাকে নিজেদের দখলে নেয় পিএসজি। প্রথম কয়েক মৌসুম পিএসজি–এমবাপ্পের যৌথ সংসারটা ভালোই ছিল। কিন্তু ২০২১ সালের জুনে এমবাপ্পের স্বপ্নের ক্লাব তাঁকে কেনার আগ্রহ দেখানোর পর থেকেই শুরু হয় অমীমাংসিত থ্রিলার সিরিজের। ব্যাপারটা এমন ছিল যে পিএসজি ছাড়বে না আর রিয়াল হটবে না।

এরপর থেকে প্রত্যেকটি দলবদলেই এমবাপ্পেকে নিয়ে পিএসজি–রিয়ালের দ্বৈরথ ছিল বিশেষ কিছু। যখনই মনে হচ্ছিল, এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার, তখনই ঘটনায় আসে নতুন মোড়। এমনকি এমবাপ্পের রিয়ালে যাওয়া ঠেকাতে নাক গলাতে হয় খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকেও। গত দলবদলেও যেমন চুক্তি নবায়ন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছিল এমবাপ্পে ও পিএসজি। এমবাপ্পেকে প্রাক্‌–মৌসুম সফর থেকে বাদ দেওয়ার পাশাপাশি চুক্তি নবায়ন না করলে বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দেয় প্যারিসের ক্লাবটি।

পরিস্থিতি এমন ছিল যে এমবাপ্পের পিএসজিতে থাকাটাই মনে হচ্ছিল অসম্ভব এক ব্যাপার। কিন্তু যথারীতি সেই অসম্ভবই পরে সম্ভব হয়েছে। এ মৌসুমের পুরোটাজুড়ে পিএসজির হয়ে খেলেছেন এমবাপ্পে। এর মধ্যে অবশ্য শীতকালীন দলবদলে আবার আলোচনায় আসে এমবাপ্পের দলবদল প্রসঙ্গ। গুঞ্জন শোনা যাচ্ছিল, জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া এমবাপ্পের সঙ্গে আগাম চুক্তি স্বাক্ষর করে রাখবে রিয়াল। যদিও আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা আর আসেনি।

এরপর ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রিয়ালের সঙ্গে আরও দুই সপ্তাহ আগে চুক্তি সম্পন্ন করেছেন এমবাপ্পে। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন। এর আগে পিএসজি সভাপতির সঙ্গে দেখা করেই নাকি চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে আসেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। সে সময় রিয়ালের সঙ্গে এমবাপ্পের ৫ মৌসুমের চুক্তির কথাও জানায় মার্কা। শুধু এটুকুই নয়, রিয়ালে এমবাপ্পের বেতন কাঠামো কেমন হতে পারে তা–ও জানিয়ে দেয় স্প্যানিশ সংবাদমাধ্যমটি। সূত্রের বরাত দিয়ে মার্কা জানায়, রিয়ালে এমবাপ্পের বেতন হবে বার্ষিক ১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ২ কোটি ইউরোর মধ্যে, এর সঙ্গে বোনাসও যুক্ত হবে।

মার্কার প্রতিবেদনটি যে স্রেফ গুঞ্জন ছিল না, সেটা প্রমাণ হতেও অবশ্য সময় লাগেনি। এই খবর সামনে আসার পর লিগ ‘আঁ’তে অনিয়মিত হয়ে পড়েন এমবাপ্পে। হয় বেঞ্চে রেখে কিংবা বদলি হিসেবে তাঁকে খেলানো শুরু করেন কোচ লুইস এনরিকে। এর কারণ জানতে চাইলে পিএসজি কোচ স্পষ্টভাবেই জানিয়ে দেন, এমবাপ্পেকে ছাড়া খেলার অভ্যাস তৈরি করতেই দলের এ সিদ্ধান্ত।

এদিকে মার্কাও জানিয়েছে, রিয়াল এই মুহূর্তে পূর্ণ মনোযোগ দিচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ওপর। আগামী ১ জুন রাতে ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা। আর এই মুহূর্তে এমবাপ্পেকে নিয়ে আলোচনা বাড়িয়ে দলের মনোযোগ নষ্ট করতে চায় না তারা। 

এমনকি সাম্প্রতিক সময়ে রিয়াল কর্মকর্তাদের মধ্যে যেসব বৈঠক হয়েছে সেগুলোতেও এমবাপ্পেকে নিয়ে বিশেষ কোনো আলাপ হয়নি। ধারণা করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর জুনের প্রথম সপ্তাহে হয়তো এমবাপ্পেকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা। রিয়াল সমর্থকদেরও তাই চূড়ান্ত খবর পেতে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একটা স্বপ্নযাত্রার গল্প শুনিয়ে শুরু হয়েছিল এ লেখাটা। এমবাপ্পে ও রিয়ালের চুক্তি ঘোষণার মধ্য দিয়ে সত্যি হবে সে স্বপ্ন। তবে এমবাপ্পের রিয়ালে আসাটা কিন্তু স্বপ্নপূরণে প্রথম ধাপ। রিয়ালে সাফল্য না পেলে স্বপ্নটা শেষ পর্যন্ত অপূর্ণই থেকে যাবে। তবে সেসব এখনো দূরের বাতিঘর। আপাতত এমবাপ্পের সাদা জার্সি পরার স্বপ্নটা পূরণ হোক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.