× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুবেলের শো-রুম উদ্বোধন করলেন সাকিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ মে ২০২৪, ১০:১৩ এএম । আপডেটঃ ০৪ মে ২০২৪, ১০:১৪ এএম

রুবেলের শো-রুম উদ্বোধনে সাকিব আল হাসান।

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

রুবেলের এই শো-রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।

সাকিবের উপস্থিত থাকার কথা আগেই জানিয়েছিলেন রুবেল।

আজ (শনিবার) সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাবেক এই টাইগার অধিনায়ক। এর আগে বিকেলে রুবেলের শো-রুমে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান।

পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে হাজির হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম ও বাংলা সিনেমার নায়ক নিরব হোসেন।

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে অবস্থান করছে। গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পায় নাজমুল হোসেন শান্ত’র দল।

সিরিজের শুরুতে সাকিব ও মুস্তাফিজুর রহমান থাকছেন না— সেটি আগেই জানা গিয়েছিল।

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ক্রিকেটাররাও নেই টাইগারদের চলমান সিরিজের দলে।

এদিকে, এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য গত কয়েক বছর ধরেই জাতীয় দলের হয়ে তার মাঠে নামা হয়নি।

তবে নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হয়েছেন রুবেল।

তিনি বিশ্বব্যাপী মোটরসাইকেলের জনপ্রিয় ব্র্যান্ড ইয়াহামার ডিলার শো-রুম নিয়েছেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.