× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধোনির কর্মকাণ্ডের সমালোচনায় মোস্তাফিজকে টানলেন আকাশ চোপড়া

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ মে ২০২৪, ২২:৩৩ পিএম । আপডেটঃ ০৩ মে ২০২৪, ০৪:৪১ এএম

ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের সর্বশেষ ম্যাচের আগে টানা ৮ ম্যাচে ব্যাট করেও অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন। এদিন ব্যাটিংটাও আশানুরূপ হয়নি চেন্নাই অধিনায়কের। পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে ইনিংসের শেষ ওভারে ধোনির সঙ্গে ব্যাট করছিলেন ড্যারিল মিচেল। একটি বল সীমানার কাছাকাছি চলে গেলেও ধোনি স্ট্রাইক ধরে দৌড়ে রান নেননি। মিচেল একাই দৌড়েছেন উইকেটে দুইবার! কোনোরকমে বেঁচে গেছেন রান আউট থেকে। 

ধোনির এমন কাণ্ডের সমালোচনা করেছেন আকাশ চোপড়া। তার মতে, নন স্ট্রাইকে যদি লেজের সারির কোনো ব্যাটার থাকত তাহলে ধোনি এমনটা করতে পারতো। এমনকি তিনি বলেছেন, মিচেল একজন স্বীকৃত ব্যাটার। ধোনির বুঝা উচিত ছিল, মুস্তাফিজুর রহমানের মতো কোনো লেজের সারির ব্যাটার মিচেল নন। আকাশ বলেন, ‘শেষ পর্যন্ত ধোনি সিঙ্গেল নিতে অপারগতা জানাল। এমনটা করতেই পারে। কিন্তু ড্যারিল মিচেল হলো ড্যারিল মিচেল। তুমি মোস্তাফিজুরের সঙ্গে ব্যাটিং করছ না যে সিঙ্গেল প্রত্যাখ্যান করবে। আমি কাউকে অসম্মান করে কথাগুলো বলছি না। সে একটি (ছক্কা) মেরেছে, তা দলের জন্য যথেষ্ট ছিল না।’

পাঞ্জাবের বিপক্ষে ৮ নম্বরে ব্যাট করতে এসে শেষ দিকে নেমে মাত্র ১ বল খেলার সুযোগ পেয়েছেন মিচেল। এ প্রসঙ্গে আকাশ বলেন, ‘ওরা ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সামির রিজভিকে আগে ব্যাটিংয়ে পাঠাল অথচ ড্যারিল মিচেলকে তখন সুযোগ দিল না। চেন্নাই আসলে কী করতে চেয়েছিল, তা আমার বোধগম্য নয়। সে আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছে। তাকে দিয়ে বোলিংও করানো হচ্ছে না। সত্যিই অদ্ভূত।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.