চলমান আইপিএলের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তবে দেশের স্বার্থে পুরো আইপিএল না খেলেই ফিরতে হচ্ছে তাকে।
গতকালই পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের সবশেষ ম্যাচে খেলেছেন তিনি। এবারের আইপিএলে চেন্নাইয়ের খেলা ১০ ম্যাচের ৯টিতেই একাদশে ছিলেন মুস্তাফিজ।
সেই ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১৪টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি।
আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়ে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন মুস্তাফিজ। তবে এখনই জাতীয় দলে যোগ দেবেন না এই তারকা পেসার।
কারণ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে বিশ্রামে থাকবেন মুস্তাফিজ। তবে খেলবেন শেষ দুই ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা কাজে লাগবে দেশের হয়ে।
চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই, অনেক কাজে দেবে। যে পরিবেশে ও খেললো, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়।
ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে, সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে ভালো বোলিং করেছে। ওই আত্মবিশ্বাস নিয়ে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মুস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’