× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরীফুলদের প্রশংসা করার মাঝেই সৌম্যদের ভুল ধরিয়ে দিলেন নাজমুল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ এএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ এএম

স্কোরবোর্ডে মাত্র ১১০ রান। কন্ডিশন যেমনই হোক, টি-টোয়েন্টি ম্যাচে এত অল্প রানের পুঁজি নিয়ে জেতা প্রায় অসম্ভব। বাংলাদেশ দলের বোলাররা অবশ্য সেই অসম্ভব কিছু করে দেখানোর চেষ্টাই করেছেন। 

শেষ পর্যন্ত কিউইরা ডিএলএস আইনে ১৭ রানে জিতলেও প্রশংসিত হয়েছে বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্স। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন পুরস্কার মঞ্চে এসে শরীফুল ইসলাম-মোস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘আজ আমাদের বোলাররা খুব ভালো করেছে।

নাজমুলের হতাশার কারণ এটাই, ‘হ্যাঁ (খুব বেশি উইকেট পড়েছে শুরুতে)। টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটাররা আজ শুরু করেছে, কিন্তু ১৫ থেকে ১৭ রানের বেশি করতে পারেনি। 

 কিন্তু কেউই ম্যাচটাকে গভীরে নেয়নি। এই ভুলটা আজ আমরা করেছি।’নিউজিল্যান্ড শেষ ম্যাচটা জিতলেও তাদের সিরিজ জিততে দেয়নি বাংলাদেশ দল। নেপিয়ারে প্রথম ম্যাচে কিউইদের হারানোর পর মাউন্ট মঙ্গানুইয়ের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ একই ভেন্যুতে শেষ ম্যাচটা নিউজিল্যান্ড জেতায় সিরিজ হয়েছে ড্র।

 টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনার মনে করিয়ে দিলেন এবারের টি-টোয়েন্টি সিরিজটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। শেষ ম্যাচে আজ ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া স্যান্টনার বলেছেন, ‘হ্যাঁ, আমরা আজ চাচ্ছিলাম আগে বোলিং করতে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.