আইপিএলের হলুদ জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচ দিয়েই এবারের মতো আইপিএল যাত্রা শেষ করছেন বাংলাদেশের এই পেসার।
দশম এই ম্যাচে এসে দলে নিজের জায়গা ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান।
যদিও মুস্তাফিজকে এখনই পরীক্ষায় নামতে হচ্ছে না। টস জিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান আগে ব্যাট করতে পাঠিয়েছেন চেন্নাইকে। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে চেন্নাই।
পাথিরানা এবং তুশার দেশপান্ডে ছিটকে গিয়েছেন। দলে এসেছেন শার্দুল ঠাকুর এবং রিচার্ড গ্লেসন। পাঞ্জাব অবশ্য মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
চলতি আইপিএলে এবারই প্রথম পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে চেন্নাই। ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত রুতুরাজ গায়কোয়াড়ের দল। আজকের ম্যাচেও প্রত্যাশা জয়ের।
প্লে-অফের রেসে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই জয় চাই তাদের। যদিও টস হেরে কিছুটা হতাশই হয়েছেন রুতুরাজ। জানালেন, তিনি নিজেও আগে বোলিং করার পক্ষে ছিলেন।
পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচ দিয়ে শেষ হচ্ছে মুস্তাফিজের। চেন্নাই কর্তৃপক্ষের অনুরোধে ১ মে পর্যন্ত মুস্তাফিজের এনওসির মেয়াদ বাড়িয়েছিল বিসিবি।
সেই হিসেবে ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন ফিজ। কালই জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দেশে ফিরবেন তিনি। যদিও লম্বা সময় ধরে মাঠে থাকায় ফিজকে সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে।