ছবি: সংগৃহীত
মিউনিখে সেমিফাইনাল প্রথম লেগের ফল প্রায় সবারই জানা। ২-২ গোলে ড্র করে এখন ফিরতি লেগের প্রস্তুতি নেবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্নের হ্যারি কেইন গোল পেলেও জুড বেলিংহাম রিয়ালের হয়ে গোল করতে পারেননি। তবে কেইন পেনাল্টি থেকে গোল করার আগে জাতীয় দলের সতীর্থকে জ্বালানোর চেষ্টা করেছেন বেলিংহাম।
ম্যাচ শেষে কেইন নিজেই জানিয়েছেন এ কথা। ম্যাচ ১-১ গোলে সমতায় থাকতে বায়ার্নের জামাল মুসিয়ালাকে বক্সে ফেলে দেন রিয়ালের লুকাস ভাসকেজ। ৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। কেইন সে সময় স্পটকিক থেকে শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন বেলিংহাম কেইনের কাছে গিয়ে তাঁর কানে কানে কিছু একটা বলেছেন। কিন্তু কেইন ঠিকই স্পটকিকে রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিনকে ফাঁকি দিয়ে গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। পরে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল।
শেষ বাঁশি বাজার পর সংবাদমাধ্যমকে কেইন বলেছেন, ‘তখন সে (বেলিংহাম) কী বলেছে, তা বুঝতে পারিনি। পরে তার সঙ্গে কথা বলার সময় জানিয়েছে, আমি বাঁ দিকে বল মারব—এই কথা বলেছে সে আমাকে। আর সে এটা গোলকিপারকে বোঝানোর চেষ্টা করছিল। তবে মাঠে সে আমাকে কী বলেছে, তা বুঝিনি। পাশেই ছিল, কিন্তু কী বলেছে, সেটা জানি না।’
পেনাল্টি শটটি বাঁ দিকেই নিয়েছিলেন কেইন। লুনিন ঝাঁপিয়েছেন ডান দিকে। কেইন এ নিয়ে বলেছেন, ‘গোলকিপার একটু আগে ঝাঁপ দিয়েছে, এটা দেখেই বলে শটটা নিয়েছি। অবশ্যই ভালো একটি পেনাল্টি ছিল।’
কেইন জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করতেই তিনি বায়ার্নে যোগ দিয়েছেন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার ক্যারিয়ারে এখনো দলীয় শিরোপা জিততে পারেননি। আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ সামনে রেখে কেইন বলেছেন, ‘এটা দারুণ ব্যাপার যে আমরা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে খেলছি। এই অভিজ্ঞতা অর্জন করতেই আমি এখানে (বায়ার্ন) এসেছি। স্কোরলাইন আসলে ০-০। ওয়েম্বলি এবং আমাদের মাঝে এখন এক ম্যাচের দূরত্ব।’
২০২১ সালে চেলসি কোচ হিসেবে সেমিফাইনালে রিয়ালকে বিদায় করার অভিজ্ঞতা আছে বায়ার্ন কোচ টমাস টুখেলের। সেবার চেলসিকে চ্যাম্পিয়ন বানানো টুখেল গতকাল রাতের ম্যাচ শেষে বলেন, ‘জয়ী দলই উঠবে। তবে এটা সম্ভব। লক্ষ্যও পরিষ্কার। আমাদের সাহসী, আত্মবিশ্বাসী ও নিখুঁত হতে হবে।’
বিষয় : ফুটবল সেমিফাইনাল মিউনিখ রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh