× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেঞ্চুরিয়নে তিনদিনের মধ্যেই ভারতকে গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ এএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:৫৭ এএম

মার্কো ইয়ানসেনকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে তুলে মারতে গেলেন বিরাট কোহলি। হয়তো চারই পেয়ে যেতেন, কিন্তু কাগিসো রাবাদা লং অন থেকে বাঁদিকে ছুটে ডাইভ দিয়ে নিলেন দুর্দান্ত এক ক্যাচ।

ভারত হারাল সর্বশেষ উইকেট। কোহলির ৭৬ রানের লড়াকু ইনিংসও আটকাতে পারল না ইনিংস পরাজয়! সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টে তিন দিনের মধ্যেই ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা আরেকবার জানাল, দেশের মাটির দুর্গ অটল রাখছে তারা!

দ্বিতীয় দিন ১৪০ রানে অপরাজিত ডিন এলগার থামেন দ্বিশতক থেকে ১৫ রান দূরেই। কিন্তু মার্কো ইয়ানসেনের অপরাজিত ৮৪ রান, এলগারের সঙ্গে ১১১ তাঁর রানের জুটিতে প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা।

বড় লিডের বোঝা মাথায় নিয়ে প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন যশস্বী জয়সোয়াল, যদিও সেটি ফেলেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা ক্যাচ ফেলেছে এরপরও। কিন্তু সেসবও পার্থক্য গড়তে পারেনি কোনো। কাগিসো রাবাদার পর ইয়ানসেন, শেষে গিয়ে নান্দ্রে বার্গারের তোপ সামলাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।

১৩ রানের মধ্যেই ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও জয়সোয়াল। তৃতীয় উইকেটে ৩৯ রান তোলেন কোহলি ও শুবমান গিল, ভারতের দ্বিতীয় ইনিংসে সেটিই হয়ে থেকেছে সর্বোচ্চ। চা-বিরতির আগেই ফেরেন গিলও।

এক সময় ৯৬ রানে ৪ উইকেট ছিল তাদের, সেখান থেকে ১৩১ রানেই গুটিয়ে গেছে তারা। একপাশে কোহলি দাঁড়িয়ে ছিলেন, ইতিবাচকও ছিলেন। কিন্তু তাঁর হতাশা বাড়িয়ে একের পর এক ফিরে গেছেন সঙ্গীরা। ২৬তম ওভারে লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিনকে পরপর ২ বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়ে যান অভিষিক্ত বার্গার। শেষ পর্যন্ত সেটি পাননি, ৫ উইকেটও পাননি।

ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি ভারত অধিনায়ক রোহিত, ‘টেস্ট জয়ের জন্য যে সমন্বিত পারফরম্যান্স দরকার, সেটি ছিল না আমাদের। দুবারই ভালো ব্যাটিং করিনি, এ কারণেই এখানে দাঁড়িয়ে আমরা।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.