× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন বাবর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২২ এপ্রিল ২০২৪, ০৬:১৯ এএম । আপডেটঃ ২২ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ভারত বিশ্বকাপের পরপরই তিন ফরম্যাটেই নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। এক সিরিজ পরই অবশ্য টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ব্যাটিং করতে নেমে একটা রেকর্ডও গড়েছেন।

গতকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন বাবর। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ২২৪৬ রান করেছেন বাবর।

যা করতে পারেননি আর কোনো অধিনায়কই। এর আগে সর্বোচ্চ ২২৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এ তালিকায় শীর্ষ পাঁচজনের তিনজনই এখনো দলের অধিনায়কত্ব করছেন—বাবর ছাড়াও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মা।

একমাত্র ফিঞ্চই অবসরে গেছেন। বিরাট কোহলি খেললেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন আগেই।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের—৩৯ ম্যাচে ৮২৬।

এ তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে। কমপক্ষে ১ হাজার রানই আছে ১৭ জনের।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.