× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২২২ করেও ১ রানে জিতল কেকেআর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম

সংগৃহীত

শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ক্রিজে লোয়ার অর্ডারের দুই ব্যাটার। এমন পরিস্থিতিতে সহজেই ম্যাচ জেতার কথা কলকাতা নাইট রাইডার্সের।

কিন্তু আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার মিশেল স্টার্ক প্রথম ৪ বলে ৩ ছক্কা খেয়ে দলকে হারের পথে ঠেকে দেয়। পঞ্চম বলে উইকেট নেন তিনি।

শেষ বলে লকি ফার্গুসন রান আউট হলে ১ রানের কষ্টের জয় পায় কেকেআর। 

প্রথমে ব্যাট করে কেকেআর এই ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলে। ওপেনার ফিল সল্ট ১৪ বলে ৪৮ রান করেন। সাতটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। নারিন করেন ১৪ রান।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন। তিনি ৩৬ বলের ইনিংস সাজান সাতটি চার ও এক ছক্কায়।

শেষে রিংকু সিং ১৬ বলে ২৪, আন্দ্রে রাসেল ২০ বলে ২৭ ও রমনদ্বীপ সিং ৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রানের ইনিংস খেলেন। 

জবাব দিতে নেমে বেঙ্গালুরুর ওপেনার কোহলি ৭ বলে ১৮ করে ফিরে যান। তিনে নামা উইল জ্যাক ৩২ বলে পাঁচটি ছক্কা ও চারটি চারের শটে ৫২ রান করেন।

রজত পতিদার ২৩ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি ছক্কা ও তিনটি চারের শট খেলেন। দিনেশ কার্তিক ১৮ বলে ২৫ রান যোগ করেন। শেষে কার্ন শর্মা ৭ বলে তিন ছক্কা মেরে ২০ রান করে ম্যাচ বের করে ফেলার সম্ভাবনা তৈরি করলেও পারেননি। 

কেকেআরের হয়ে রাসেল ৩ ওভারে ২৫ রান দিয়ে এই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। হার্শিট রানা ৪ ওভারে ৩৩ রান ও সুনীল নারিন ৩৪ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন।

মিশেল স্টার্ক ৩ ওভারে খরচা করেছেন ৫৫ রান। নিয়েছেন ১ উইকেট। বেঙ্গালুরুর হয়ে ইয়াশ দয়াল ও ক্যামেরুন গ্রিন ২ উইকেট নেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.