যে লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার সিটির কোচ হয়েছিলেন, সে লক্ষ্য আগেই পূরণ করেছেন। গত মৌসুমে সিটিকে ‘ট্রেবল’ জিতিয়েছেন পেপ গার্দিওলা। এর মধ্য দিয়ে অধরা চ্যাম্পিয়নস ট্রফিও ধরা দিয়েছে। বাকি ছিল শুধু ফিফা ক্লাব বিশ্বকাপ। গত শুক্রবার সেটাও জিতে বৃত্ত পূরণ করে ফেলেছেন।
সিটির হয়ে সব পাওয়ার পর গার্দিওলার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা ট্রফিগুলো ধরে রাখার। তবে সেই সম্ভাবনায় ইংলিশ প্রিমিয়ার লিগে একটু পিছিয়েই আছে সিটি। ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচ ড্র আর সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। পাঁচে নেমে যাওয়া টটেনোম হটস্পারের পয়েন্ট ৩৬। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
সিটির ঘুরে দাঁড়ানোর শুরুও সেখান থেকে। এরপর এক কর্নারে খুলে যায় আরেকটি গোলের দুয়ার। নাথান আকে কর্নার কিকে বল পাঠান ডি–বক্সে জটলার মধ্যে। বল এভারটন মিডফিল্ডার আমাদু ওনানার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সিটিকে এগিয়ে দেন এক বছরেই ‘সর্বজয়ী’ হুলিয়ান আলভারেজ।
ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষ চারে উঠে আসার পর যেন হুংকারই ছুড়েছেন গার্দিওলা। ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘এ কারণেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বসেরা দল। এখন থেকে বিষয়টি প্রতিদিন মনে করিয়ে দিতে চাই।
প্রিমিয়ার লিগে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে মরিসিও পচেত্তিনোর দল।
ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে সৌদি আরবে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সফল অভিযান শেষে ফেরার পথেই নাকি এভারটনের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সিটির খেলোয়াড়রা। গার্দিওলা সে কথাও জানিয়েছেন, ‘আমার মনে আছে সৌদি আরব থেকে ফেরার পথে উড়োজাহাজে খেলোয়াড়রা এভারটনকে নিয়ে আলোচনা করছিল। আমি যে ওদের কথা শুনছিলাম, সেটা ওরা জানত না। আলোচনা শোনার পর বললাম, ওয়াও, এটাই আমার দল।