× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লুটনকে গোলবন্যায় ভাসিয়ে শীর্ষে ম্যানসিটি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৪, ১৪:০৮ পিএম । আপডেটঃ ১৩ এপ্রিল ২০২৪, ১৪:০৯ পিএম

সংগৃহীত

লুটন টাউনকে গোলবন্যায় ভাসিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।

এই ম্যাচে লুটনকে ৫-১ গোলে উড়িয়ে সেরার মুকুট মাথায় পরেছে সিটি। সিটিজেনদের হয়ে গোল করেন মাতেও কোভাসিচ, আর্লিং হল্যান্ড, জেরেমি ডকু ও ইস্কো ভার্দিওল। অন্য গোলটি আত্মঘাতী।

ফলে, গোল উৎসব করেই লিগ টেবিলে শীর্ষে উঠলো পেপ গার্দিওলার দল।

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লুটন টাউনকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। এদিন গোল উৎসবের শুরুটা হয় আত্মঘাতী গোল দিয়ে।

ম্যাচের ২ মিনিটে হল্যান্ড গোলের জন্য শট নিলে ডাইকি হাশিওকার ভুলে বল ঢুকে যায় লুটনের জালে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হারালে আর আগাতে পারেনি ম্যানসিটি। এতে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে গোলের পসরা সাজিয়ে বসে স্বাগতিক দল। আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে মাতেও কোভাসিচ গোল করেন ম্যাচের ৬৪ মিনিটে।

১২ মিনিট পর ডকু ডি বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট কিক কাজে লাগান হল্যান্ড, ম্যানসিটি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।  আসরে এটি তার ২০তম গোল। 

৩ গোল হজম করার পর লুটনের হয়ে ব্যবধান কমান রস বার্কলে। এডারসন নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে বল বাড়ান নুনেজকে। তাকে বেশ চাপে ফেলে বল কেড়ে নেন বার্কলে। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে খুঁজে নেন জাল।

ম্যাচের ৮৭ মিনিটে ফের গোল করে সিটি। এবার বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে লুটনের জালে বল জড়ান জেরেমি ডকু।

আর প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ইস্কো ভার্দিওল। তাতেই ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭১। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয়স্থানে আছে লিভারপুল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.