সাত বছর আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেছেন নেইমার। নাম যার নেইমার ম্যানসন।
কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে ভালোই বিপাকে পড়েছিলেন তিনি। ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে জায়গা কিনেন নেইমার। সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল এই বাড়ি নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লংঘন করেছেন নেইমার।
সেখানে কৃত্রিম লেক ও সৈকত তৈরি করছেন তিনি। কিন্তু তা পরিবেশ আইনের পরিপন্থী বলে জানায় মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। কেননা লেকটি স্বচ্ছ পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে। তাই ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল এই ব্রাজিলিয়ান ফুটবলারকে।
তবে সেই জরিমানা মওকুফ করেছেন ব্রাজিলের একটি আদালত। গত সোমবার এই আদেশ জারি করেন বিচারক আদ্রিয়ানা রামোস দে মেলো। বুধবার তা হাতে পায় বার্তা সংস্থা এএফপি। আদ্রিয়ানা জানান, প্রকল্পটির জন্য বিশেষভাবে পরিবেশ বিষয়ক লাইসেন্সের প্রয়োজন নেই।
বিলাসবহুল বাড়িটি ২০১৬ সালে কিনে নেন নেইমার। আড়াই একর জায়গা জুড়ে বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই আছে