× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুস্তাফিজে মুগ্ধ মাইকেল ভন ও সাইমন ডুল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ এপ্রিল ২০২৪, ০২:৫৭ এএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ০২:৫৮ এএম

ছবি: সংগৃহীত

মাইকেল ভন আইপিএলে সময় দিচ্ছেন ক্রিকবাজকে। আর সেখানে মুস্তাফিজুর রহমানের প্রতি মজেছেন এই ইংলিশ ব্যাটার। এর আগেও একাধিকবার মুস্তাফিজকে নিয়ে স্তুতি ঝরেছিল তার কণ্ঠে। এবার সরাসরি তুলনা করেছেন মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে। 

চেন্নাইয়ের চিপাকে স্পিন সহায়ক পিচ ছিল। মুস্তাফিজ তার পূর্ণ সুবিধা নিয়েছেন গতকাল। দলের বাকি পেসাররা যেখানে রান দিয়েছেন অকাতরে, সেখানে ফিজের বোলিং ছিল আঁটসাঁট। শেষ ওভারে মোটে ২ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। 

ইনিংস শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সাবেক পেসার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন মুস্তাফিজের বোলিং। সেখানেই উঠে আসলো মুস্তাফিজের কব্জির ব্যবহার। বাংলাদেশি পেসারের লুপিং স্লোয়ারকে কব্জির সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন ডুল, ‘তার কব্জির অবস্থানটা অসাধারণ। সে এটা এমনভাবে করে বল লুপ করে, সুইং হয়। বল ছাড়ার সময় তার কব্জি দেখবেন, স্লোয়ারগুলো এখান থেকে (ব্যাক অব দ্য হ্যান্ড) আসে।’ 
যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ।

তখনই ভন যোগ করেন মুরালিধরনের কথা, ‘অনেকটা মুরালির মত। তার কব্জি, কাঁধ, কনুই… অনেকটা মুরালির মতোই।’ এরপরেই ডুল যোগ করেন, মুস্তাফিজের লুপিং আর সুইংয়ের কারণে তার বল খেলাটা রীতিমত অসম্ভব। 

এমনকি ১৮তম ওভারে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসাও আলাদাভাবে করেছেন মাইকেল ভন। আন্দ্রে রাসেলকে সেই ওভারে বেশ ভালোভাবেই সামলেছেন মুস্তাফিজকে। বাধ্য করেছেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। যদিও সেটা লুফে নিতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। যদিও ফিজের ওই ওভারের পরেই চাপে পরে তুশার দেশপান্ডের ওভারে ক্যাচ দিতে বাধ্য হন রাসেল। 

রাসেল এবং ফিজের সেই ওভার নিয়ে ভনের মন্তব্য, ‘মুস্তাফিজের ওই বল সে (আন্দ্রে রাসেল) ওভাবে খেলবে কেন? তবে যেমন অ্যাঙ্গেলে বলা করা হয়েছিল, সেটা অসাধারণ। বল বারবার বেরিয়ে যাচ্ছে। সে হিট করতে পারেনি তাতে অবাক হইনি। ওটা অসাধারণ বোলিং ছিল। যে অ্যাঙ্গেলে বল করা হয়েছে… আরও বেশি বেরিয়ে যাচ্ছে।’  

মুস্তাফিজ গতকাল নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে। মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। 
ইনিংসের শেষ ওভারে তা পুষিয়েও দিয়েছেন তিনি। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন জাদেজার হাতেই। দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নিলেন দ্য ফিজ। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.