× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় দল থেকে আবাহনী স্ট্রং: সুজন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৪, ০৬:১৭ এএম । আপডেটঃ ০৭ এপ্রিল ২০২৪, ০৬:১৮ এএম

খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) সবসময় তারকা নির্ভর দল গঠন করে আবাহনী। এবারের আসরেও তার ব্যতিক্রম নয়। তারকা সব ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে আকাশী শিবির।

নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, জাকের আলি অনিকরা রয়েছেন এবারের দলে।

চলমান আসরে ৯ ম্যাচ শেষে টপে রয়েছে আবাহনী। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন জাতীয় দল থেকে আবাহনী স্ট্রং।

আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন স্ট্রং।

লিটন ব্রেক চেয়েছে আবাহনী থেকে সে বিষয়ে সুজন বলেন, জাকের এবং লিটন একটা ব্রেক চেয়েছে। লিটন বাংলাদেশের সেরা খেলোয়াড় এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

আমি লিটনের ব্যাটিং সবসময় পছন্দ করি। লিটনের ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার। আমি মনে করি মানসিকভাবে একটু ব্লক আছে রান করেনি প্রেশার থাকে।

সুজন আরও বলেন, যেহেতু আমার এখন একটা ওই ফ্লেক্সিবেলেটি না থাকতো তাহলে লিটনকে ব্রেকটা দিতাম না সত্যি কথা বলতে আবাহনীতে। আমার ফ্লেক্সিবেলেটি আছে যে ব্যাটিং অর্ডার আমি লিটনকে বলেছি একটা ব্রেক নিয়ে আসুক কাম ফ্রেশ। ও হয়তো লিগের ম্যাচগুলো খেলবে না, সুপার লিগ থেকে খেলবে তখন থেকেই লিটনকে পাবো পুরোটায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.