লিওনেল মেসি ইনজুরিতে থাকার কারণে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক বিরতির দুই প্রীতি ম্যাচে খেলতে পারেননি। মিস করেছেন ইন্টার মায়ামির লিগ ও চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচও। যে কারণে যেখানে ভালো ফল পাইনি তার দল।
রোববার ভোরে কলোরাডোর বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে ইনজুরি থেকে মাঠে ফেরেন লিওনেল মেসি। ফিরেই বাজিমাত করেছেন তিনি। দুর্দান্ত এক শটে গোল করে পিছিয়ে পড়া দলকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-১ গোলের সমতাও এনে দেন আর্জেন্টাইন তারকা।
এরপর লিওনার্দো আফোনসো ৬০ মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ গোলের লিডে তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত ওই লিড ধরে রাখতে পারেনি মেজর লিগ সকারের দলটির। ম্যাচের ৮৮ মিনিটে গোল খেয়ে ২-২ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি। এছাড়া যুক্তরাষ্ট্রের লিগে মাত্র ৮ ম্যাচ গড়িয়েছে। এর মধ্যে তিন জয়ের পাশাপাশি তিনটিকে ড্র ও দুই ম্যাচে হেরেছে মেসির দল। টেবিলে আছে ৩ নম্বরে।