× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোস্তাফিজের পরের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৩ এপ্রিল ২০২৪, ০৪:১৯ এএম । আপডেটঃ ০৩ এপ্রিল ২০২৪, ০৪:১৯ এএম

মোস্তাফিজুর রহমান।

গতকাল রাতেই দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। কারণটাও সবার জানা, ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ–আয়োজক যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে তিনি ঢাকায় ফিরেছেন। 

ভাবা হচ্ছিল, কাজ সেরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। তবে আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

এবারের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। আইপিএলের শুরু থেকেই দলটির একাদশে নিয়মিত এই বাঁহাতি। ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে মোস্তাফিজই এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন।

মোস্তাফিজ না খেলতে পারলে এই ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন শ্রীলঙ্কার স্পিনার মহীশ তিকশানা। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে এরপর বাদ পড়েন। সুযোগ পেতে পারেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও।

চেন্নাইয়ের কাছে স্থানীয় ক্রিকেটার ব্যবহারেরও সুযোগ আছে। তাহলে একাদশে সুযোগ পেতে পারেন মুকেশ চৌধুরী। তিনি যদিও ২০২২ সালের ডিসেম্বরের পর চোটের কারণে এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি।

তবে দারুণ ফর্মে থাকা মোস্তাফিজকেই হয়তো একাদশে পেতে চাইবে চেন্নাই। কারণ, তাঁর সঙ্গে ডেথ ওভারে মাতিশা পাতিরানার সঙ্গে জুটি জমে উঠেছিল বেশ। ৫ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.