চট্টগ্রাম টেস্ট। তৃতীয় দিন
চট্টগ্রাম টেস্টে বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে স্রেফ ১৭৮ রানেই। এরপর শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রান তুলে।
প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পাওয়া লঙ্কানরা এখন এগিয়ে আছে মোট ৪৫৫ রানে।
১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জাকির হাসান ও তাইজুল ইসলাম প্রথম ঘণ্টা কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৯৭ বলে ফিফটি পেরিয়ে যান জাকির।
জাকিরের বিদায় দিয়েই ধসের শুরু। ১ উইকেটে ৯৬ রান থেকে পরের ৮২ রানের মধ্যে ৯ উইকেট হারায় বাংলাদেশ।
৫৩ করা করা জাকিরের লেগ স্টাম্প উপড়ে যায় ভিশ্ব ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে। একটু পর নাইটওয়াচম্যান তাইজুল ইসলামের (২২) প্রতিরোধও ভাঙেন বাঁহাতি এই পেসার।
এই দুই উইকেটের মাঝে প্রাবাথ জায়ায়াসুরিয়ার ফাঁদে পা দিয়ে ১ রানেই শর্ট মিড উইকেটে ক্যাচ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
থিতু হওয়ার আভাস দিলেও সাকিব আল হাসান বিদায় নেন ১৫ রানে। আসিথা ফার্নান্দোর ওই ওভারেই একটি চার মেরে আউট হয়ে যান লিটন কুমার দাস।
পরের পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। জীবন পেয়েও কাজে লাগাতে পারেনি শাহাদাত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ।
আগের টেস্টের মতো একপ্রান্ত লড়াই করছিলেন মুমিনুল হক। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চার হাজার টেস্ট রান পূর্ণ করেন তিনি। তবে তার ইনিংসও আসিথা ফার্নান্দোর বলে থেমে যায় ৩৩ রানে।
চোট কাটিয়ে ফেরার টেস্টে চার উইকেট নেন আসিথা। সবশেষ বাংলাদেশ সফরে মিরপুর টেস্টে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি।
সাড়ে তিনশ রানের বেশি লিড নিয়েও বাংলাদেশকে ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে লঙ্কানরা।
এবার তারা ব্যাটিংয়ে সুবিধে করতে পারেননি। শুরু থেকেই উইকেট পড়তে থাকে নিয়মিত। দ্রুত রান তোলার তাড়া থেকেই হয়তো একের পর এক ব্যাটসম্যান আউট হন শট খেলতে গিয়ে।
ওপেনিংয়ে ৩৪ রান করে আউট হন নিশান মাদুশকা। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস দিন শেষ করে ৩৯ রানে অপরাজিত থেকে। বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক পর্যন্ত যেতে পারেননি।
বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পেতে আর কেবল একটি উইকেট লাগে হাসান মাহমুদের।
তবে মূল চ্যালেঞ্জটা অপেক্ষায় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য।
বিষয় : বাংলাদেশ শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট ক্রিকেট
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
