দ্বিতীয় সেশন আর তৃতীয় সেশনে কী মিল! দ্বিতীয় সেশনের মতো দিনের শেষ সেশনেও শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়েছে বাংলাদেশ দল।
উইকেট দুটি নিয়েছেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ। সাকিব আর হাসান বাংলাদেশকে তৃতীয় সেশনে ব্রেক থ্রু এনে দিলেও দিনটি আসলে শ্রীলঙ্কারই।
৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। তৃতীয় সেশনে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তুলেছে ১০০ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল (৩৪*) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৫*)।
দ্বিতীয় সেশনে সাকিব নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরির প্রায় কাছে চলে যাওয়া কুশল মেন্ডিসের উইকেট। প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫০ বলে ১১ চার ও ১ ছয়ে ৯৩ রান করেছেন লঙ্কান উইকেটকিপার।
হাসানের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৭১ বলে ২৩ রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজকে।